ইমতিয়াজ দেখালেন ভালোবাসা সহজ নয়, দিন পেরোতে লাগে বিরক্তি

প্রেমে পড়েছেন সব কিছুই রঙীন মনে হচ্ছে আর প্রেমের বৃষ্টিতে ভিজছেন?? তবে বলে রাখি দুদিন বাদেই সব অসহ্য হয়ে উঠবে.. আর মনে হবে প্রেমে পড়া সহজ প্রেমটা টিকিয়ে রাখতে প্রতি মুহূর্তের মূল্য দিতে হয়। ইমতিয়াজ আলির নতুন ছবি লাভ আজকাল অন্তত সেরকমই বার্তা দিয়েছেন। ছবিতে সেকাল আর একালের প্রেম তুলে ধরা হয়েছে ।  প্রেমে পড়ো কিন্তু গভীরে গেলেই তুমি ডুববে। ছবিতে সারা আলি খান (জয়ি) একটি আধুনিক মনস্ক মেয়ে যার কাছে নিজের কেরিয়ার শেষ কথা, ভালোবাসা সময়ের নামান্তর মাত্র। আর কার্তিক আরিয়ান (ভীর) একজন প্রকৃত প্রেমিক সে তার সম্পর্ক বাঁচাতে সব করতে রাজি।

কিন্তু দুজনের প্রেম শুরু হওয়ার মাঝেই বাঁধ সাধে 1990 সালের সেকালের একটি প্রেম কাহিনীতে। যেখানে রণদীপ হুডা (রঘু ) একটি মেয়ে আরুশি শর্মা(লীনা)কে ভালোবাসার জন্য সব করতে প্রস্তুত। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক আর পরিণতি পায়নি। আর সেই গল্প সারা আলি খান (জোয়া) কাছে মনে হয়েছে, প্রেম মানেই ভোকাট্টা।AL 200রাতারাতি প্রেম কাটিয়ে নিজের রাস্তায় ফিরে আসে সারা (জোয়া). এরপর ঘুরে যায় গল্প, সেখান থেকে দুজনের মধ্যে শুরু হয় দুরুত্ব।  কিন্তু সব মিলিয়ে প্রেম করে না থাকা যায় কাছে না থাকা যায় দূরে. সেকাল আর একালের প্রেমের যে ধরণ বদলেছে কিন্তু প্রেমের সাইড এফেক্ট বদলায়নি। পরিচালক তার ছবির মাধ্যমে প্রেমের ভালো খারাপ দুটোই দেখিয়েছেন।

ছবির গানগুলো বেশ নতুন করে ফিরিয়ে আনা হয়েছে. অভিনয়ে সারা আলি খান সাবলীল কিন্তু কার্তিক আরিয়ান ফিকে। গল্পের অন্য মাত্রা দিয়েছে রণদীপ হুডা।  সব মিলিয়ে ছবিটা আরও জমাট হতে হতেও ছানা কেটে যাওয়ার মতো হলো। কিন্তু প্রেম যে সহজ নয় এটা কিন্তু গম্ভীর বিষয়। তাই প্রেমে পড়া বারণ কারণে অকারণ।


সম্পর্কিত খবর