Ekchokho.com 🇮🇳

সিরিয়াল সেটে প্রেম, দাম্পত্যে তিন বছরের মধ্যে ইতি! বিচ্ছেদের ঘোষণা টলি দম্পতির

Published on:

Love on the set of the serial, marriage ends within three years, Couple announces separation in Tollywood

বাংলা হান্ট ডেস্ক: একের পর এক বিচ্ছেদের খবর লেগেই আছে টলি পাড়ায় (Tollywood)। মঙ্গলবার সকালে অভিনেত্রী সুস্মিতা রায় জন্মদিনের দিন বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন। যা দেখে হতবাক নেটিজেনরা। অভিনেত্রী সুস্মিতা রায়ের(Susmita Roy) বিচ্ছেদের (Seperation) খবর আসার কিছুক্ষণ পরে, ‘ভিডিও বৌমা’ খ্যাত অভিনেত্রী দীপ্সিতা মিত্র (Deepshita Mitra) তাদের বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে নিয়ে আসেন। অভিনেত্রী জানান, তিনি ও কৌশিক চক্রবর্তী ( Kaushik Chakraborty) আলাদা হতে চলেছেন।

মঙ্গলবার দুপুরে সমাজ মাধ্যমে একটি স্টোরি শেয়ার করে তার এবং কৌশিক চক্রবর্তী বিচ্ছেদের কথা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন। এই কথা জানার পর থেকেই নেটিজেনরা নানান মন্তব্য করছে। এই বিষয়ে সমাজ মাধ্যমে দীপ্সিতা মিত্র-র প্রতিক্রিয়া পাওয়া গেলেও, কৌশিক চক্রবর্তীর এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গিয়েছে শ্যুটিং সেটেই পরিচয় হয়েছিল দম্পতির। খুব অল্পদিনের ভালোবাসার পর্বের পরেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা। ভালোবেসে ২০২২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। বিবাহ বন্ধনের ঠিক বছর তিনের মাথায় বিচ্ছেদের সিদ্ধান্ত জানালেন অভিনেত্রী।

বিচ্ছেদ প্রসঙ্গে কি লিখলেন টলিউড(Tollywood)অভিনেত্রী দীপ্সিতা মিত্র ?

মঙ্গলবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি পোস্ট করে তিনি লেখেন, ‘সবাইকে জানাতে চাই যে, কৌশিক ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আর একসঙ্গে নেই। বিয়েটা টিকিয়ে রাখার জন্য আমরা সব রকম ভাবে চেষ্টা করার সত্ত্বেও, আমাদের আশা অনুযায়ী কিছু হয়নি। এই সিদ্ধান্তটা পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে নেওয়া হয়েছে, আমাদের ভালোবাসা এবং স্মৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আমরা আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করছি যে আপনারা এই সময়ে আমাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। অনুগ্রহ করে অপ্রয়োজনীয় জল্পনা-কল্পনা থেকে বিরত থাকুন। আমরা আলাদা ভাবে নতুন পথ চলা শুরু করছি, কিন্তু এখনও আমরা ভবিষ্যতের জন্য আপনাদের ভালোবাসা এবং শুভকামনা কামনা আশা করি। আপনারা পাশে থাকুন।’

Love on the set of the serial, marriage ends within three years, Tollywood couple announces separation

আরো পড়ুন: মেলেনি বকেয়া DA, আর অপেক্ষা না করে এ বার বড় পদক্ষেপ সরকারি কর্মীদের, সমস্যায় রাজ্য!

উল্লেখ্য, এই মুহূর্তে অভিনেতা কৌশিক চক্রবর্তী ‘রোশনাই’ ধারাবাহিকে অভিনয় করছেন। সেই ধারাবাহিকটি সদ্য শেষ হয়েছে। সূত্রের খবর, অভিনেতা এই মুহূর্তে নতুন কোন কাজে হাত দেয়নি। তবে অভিনেত্রী দীপ্সিতা বর্তমানে ‘ভিডিও বৌমা’ ধারাবাহিকে অভিনয় করছেন।