এক বোনের সঙ্গে বিয়ের দিনই, আরেক বোনকে নিয়ে ভাগলওয়া ভাই! বরের বিরুদ্ধে থানায় অভিযোগ

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের বরেলি থেকে এমন এক ঘটনা সামনে এসেছে, যা অবাক করার মতো। সেখানে এক যুবক তার মাসতুত বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। যুবক তার দ্বিতীয় কাজিন অর্থাৎ তার ছোট বোনের সাথেও একই সম্পর্ক তৈরি করেছিল। কিন্তু পরিবারের সদস্যরা রাজি হননি। অবশেষে পরিবার ছেলে এবং তার ‘বোনের’র মধ্যে সম্পর্কের জন্য সম্মত হয় এবং বিয়ের তারিখও ঠিক করা হয়। বিয়ের তারিখ রাখা হয়েছিল ৬ আগস্ট। কিন্তু এরপর যা ঘটল, তা আরও চমকপ্রদ।

গোটা ঘটনাটি বেরেলির নবাবগঞ্জের। সেখানে গত ৬ আগস্ট উভয় পরিবারে খুশির মহল ছিল। উৎসবের পরিবেশ ছিল দুই আত্মীয়দের মধ্যে। দুই পক্ষের স্বজনরা বাড়িতে এসে হাজির হয়েছিল। বিয়ের প্রস্তুতি তখন পুরোদমে। বরের সাথে বরের পরিবার এবং আত্মীয়দের দ্বারা কিছু প্রথা পালন করা হয়েছিল। কিন্তু মোক্ষম মুহূর্তে হবু বরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর খোঁজাখুঁজি শুরু হলে কনের বোনকেও নিখোঁজ পাওয়া যায়।

মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে, কনের সাথে বর কনের বোনের সাথেও প্রেমের সম্পর্ক ছিল এবং বিয়ের দিন সে তাঁকে নিয়েই পালিয়ে যায়। বর ও কনের বোন, যিনি বরের মাসতুত বোন, পালিয়ে গেলে কনের পরিবারের সদস্যরা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনা শুনে অবাক হয়ে যায়। কনের পরিবারের সদস্যরা বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর