রোহিতের ভারতীয় দলে নেপোটিজমের ছায়া! ব্যর্থ হওয়া সত্ত্বেও এই তারকাকে আরও সুযোগ দেবে BCCI

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) পারফরম্যান্স নিয়ে একেবারেই সন্তুষ্ট নন ভারতীয় সমর্থকরা। এই মুহূর্তে ভারতীয় দল রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেখানে টেস্ট ওডিআই তারা জয় পেয়েছে ঠিকই, কিন্তু দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের প্রয়োজনের চেয়ে বেশি ঘাম ঝড়াতে হয়েছে জিততে গিয়ে। আর বর্তমানে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন তরুণ টি-টোয়েন্টি স্কোয়াড পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচে হেরে চাপে পড়ে গিয়েছে।

এর আগে শেষবার রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সব ফরম্যাট মিলিয়ে এত ম্যাচ হেরেছিল। তারপর থেকে ক্রমাগতই দুর্বল হয়েছে ক্যারিবিয়ানরা আর ফুলে ফেঁপে শক্তিশালী হয়েছে ভারত। অনেকেই মনে করছেন ভারতীয় দলের এই খারাপ পারফরম্যান্সের পেছনে ভারতীয় ক্রিকেট বোর্ডের কিছু নির্দিষ্ট ব্যক্তি এবং অধিনায়ক রোহিত শর্মা স্বজনপোষণ দায়ী।

উদাহরণ হিসেবে সূর্যকুমার যাদবকে সামনে আনা যেতে পারে। দিনের পর দিন ওডিআই ক্রিকেটে তিনি ব্যর্থ। তাও তিনি ক্রমাগত সুযোগ পেয়ে যাচ্ছেন। শোনা যাচ্ছে ভবিষ্যতেও তাকে ওডিআই ফরমেটে সুযোগ দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তার কারণ হলো লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ারের মতন তারকারা চোটের জন্য মাঠের বাইরে। সূর্য কুমার ছাড়া অন্য কোন অপশন মিডল অর্ডারে ব্যবহার করতে চায় না বিসিসিআই।

আর টি-টোয়েন্টি ফরম্যাটের দিক দিয়ে দেখতে গেলে দেখা যাবে যে ঈশান কিষাণ ক্রমাগত ব্যর্থ হচ্ছেন এই বিশেষ ফরম্যাটে। তার টি-টোয়েন্টি পরিসংখ্যান দেশের জার্সিতে অত্যন্ত সাদামাটা। তারপরেও অন্য কোন ক্রিকেটারকে তার জায়গায় সুযোগ দেওয়া হচ্ছে না। কেন এমনটা করা হচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অনেকেই মনে করছেন যে এই দুই ক্রিকেটারই আইপিএলে রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে মাঠে নামেন। কোথাও গিয়ে প্রচ্ছন্নভাবে তারা সেই জন্য বাকিদের চেয়ে বেশি সুযোগ পেয়ে চলেছেন। তবে অনেকের মতে এই প্রবণতার ফল হতে পারে মারাত্মক। ইতিমধ্যেই অপ্রত্যাশিত হবে ম্যাচ হারছে ভারত। বিশ্বকাপের বছরে যদি মূল টুর্নামেন্টে কোন অঘটন ঘটে যায় তখন জনগণের কাছে রোহিত শর্মারা জবাব দিতে পারবেন তো?

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর