এক বোন দেশের জন্য আনছে মেডেল, আরেক বোন দেশের সুরক্ষায় মোতায়েন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ভারোত্তোলন মীরাবাঈ চানুর অলিম্পিকে দ্বিতীয় পদক নিশ্চিত করেছে ভারত। সৌজন্যে লভলিনা বড়গোহাঁই। প্রাক্তন চীনা চ্যাম্পিয়ন শিন- চেনকে ৪-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে নিজের জায়গা পাকা করেছেন তিনি। যার ফলে ব্রোঞ্জপদক এখন নিশ্চিত ভারতের। যদিও তার লক্ষ্য এখন স্বর্ণ এবং রৌপ্য পদকের দিকে। এক বোন যখন সুদূর টোকিওতে গর্বিত করলেন সারা ভারতকে, গোটা পরিবার মেতে উঠল খুশীর আনন্দে। আরেক বোন তখন পালন করে চলেছেন সিআইএসএফের দায়িত্ব।

দেশের জন্য জীবনকে উৎসর্গ করেছেন দুই বোনই। লাভলিনার বোন লিমা এখন পোস্টেড যোধপুর বিমানবন্দরে। দেশের সুরক্ষায় নিজে দায়িত্ব পালন করে চলেছেন তিনি। দিদির জেতার পর আর নিজেকে ধরে রাখতে পারেননি লিমা৷ বিমানবন্দরে অন্যান্য সহকর্মীদের সঙ্গেই, আনন্দ উদযাপনে মেতে ওঠেন তিনি। সারাদেশকে গর্বিত করেছে লাভলিনা, সেই দৃশ্য দেখার পর দিদিকে ফোন করে শুভেচ্ছাও জানান লিমা।

লিমা বলেন, আমাদের দুই বোনকেই সর্বদা খেলাধুলায় উৎসাহ দিয়েছেন মা। লাভলিনা তার কঠোর নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য পেয়েছে। ওর জন্য আমি গর্বিত বোধ করছি। যোধপুর বিমানবন্দরেও এখন রীতিমতো আনন্দের পরিবেশ। সকলেই অভিনন্দন জানাচ্ছেন লিমাকে।

বোনও চান, দিদি শুধু ব্রোঞ্জ নয়, স্বর্ণ কিম্বা রৌপ্য পদক নিয়ে আসুক ভারতের জন্য। অলিম্পিকে এবারের যাত্রা ভারতের কিছুটা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে চলেছে। একদিকে যেমন সেমিফাইনাল নিশ্চিত করে পদকের স্বপ্ন দেখাচ্ছেন সিন্ধু, তেমনই আবার অন্যদিকে কমলজিত কৌরও ফাইনালে জায়গা করে নিয়েছেন। অপরপক্ষে আবার হতাশ করেছেন অতনু দীপিকারা। তবে যাই হোক যোধপুরে যে এখন রীতিমত উৎসবের পরিবেশ তা বলাই বাহুল্য।

সম্পর্কিত খবর

X