‘আরেকটু হলে আমাকে গুলি করেই মেরে ফেলত’, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ লাভলির

বাংলাহান্ট ডেস্ক: সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের (tmc) হয়ে ভোটে দাঁড়িয়েছেন অভিনেত্রী লাভলি মৈত্র (lovely moitra)। চতুর্থ দফার ভোটে তাঁর বিধানসভা কেন্দ্রে ছিল ভোটগ্রহণ। সকাল থেকেই বিচ্ছিন্ন সন্ত্রাসের খবর পাওয়া যাচ্ছিল এদিন। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এদিন বিষ্ফোরক অভিযোগ এনেছেন লাভলি।

তাঁকে গুলি করে মেরেই ফেলত কেন্দ্রীয় বাহিনী, এমনি অভিযোগ আনেন লাভলি। শনিবার সকাল থেকেই বিভিন্ন বুথে বুথে ঘুরে ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করছিলেন লাভলি। তার মধ‍্যে একটি বুথের বাইরে দীর্ঘ লাইন ছিল ভোটারদের। দেরির কারণ জিজ্ঞাসা করায় দুর্ব‍্যবহার করা হয় বলে অভিযোগ করেন লাভলি।

lovely

তিনি আরো অভিযোগ করেন, পরে এক সময় বুথের বাইরে কফি খেতে গিয়েছিলেন তিনি। সেখানেও ঝামেলা করা হয়। তাঁর ছেলেদের আরেকটু হলে মেরেই ফেলত, এমন বিষ্ফোরক অভিযোগও করেন তিনি। লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের পদ্মফুলে ছাপ দিতে বলা হচ্ছে বলেও জানান লাভলি।

কোচবিহারে এদিন কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনা নিয়েও ক্ষোভ উগরে দেন লাভলি। তাঁর কথায়, “গুলি না করলে দাঙ্গা না করলে ওরা জানে যে কটা ভোট পাবে সেই কটাও বিজেপি পাবে না। তাই দাঙ্গা হাঙ্গামা করে ভোট পাওয়ার চেষ্টা করছে।”

প্রার্থী হিসাবে নাম ঘোষনা হওয়ার পর থেকেই চুটিয়ে প্রচার করেছেন লাভলি। ‘খেলা হবে’ লেখা ক্রিকেট ব‍্যাট হাতে, সবুজ সাথী সাইকেলে চড়ে মনোনয়ন জমা দিতে যান লাভলি। বারুইপুর আদালত থেকে বারুইপুর মহকুমা শাসকের অফিস পর্যন্ত পুরো রাস্তাটাই সাইকেল চালিয়ে যান তিনি। ‘খেলা হবে’র তালে পা মিলিয়ে চুটিয়ে নাচতেও দেখা যায় লাভলিকে।

এদিন তাঁর মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে দলের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস দেখে আপ্লুত লাভলি। তাঁর কথায়, “দলের এত কর্মী সমর্থকদের ভালবাসা ও সম্মানে আমি অভিভূত। আজ আমার জীবনের অন‍্যতম স্মরণীয় দিন। এত মানুষের ভালবাসা পাচ্ছি, আমার জয়ের ব‍্যাপারে আমি নিশ্চিত।”


Niranjana Nag

সম্পর্কিত খবর