জোড়া নিম্নচাপের ধাক্কায় বেসামাল বাংলা! আজ থেকে তুমুল বৃষ্টি সঙ্গে বজ্রপাত, তালিকায় কোন কোন জেলা?

বাংলা হান্ট ডেস্ক : বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে (North Bengal)। চলবে শনিবার পর্যন্ত। অন্যদিকে আগামীকাল শনিবার থেকেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে শনিবারের পর। রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে সারাদিন। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

কলকাতার আবহাওয়া : কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। শনিবার থেকে বৃষ্টি বাড়বে। কলকাতা শহরে আজ, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি কম।

weather

উত্তরবঙ্গের আবহাওয়া : কিছুটা স্বস্তিতে থাকবে উত্তরবঙ্গ। বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। শুধুমাত্র জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি জেলা গুলিতে কমবে বৃষ্টি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : কলকাতা সহ শহরতলীর আশেপাশের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই প্রবল ঝড় বৃষ্টি হতে দেখা যাচ্ছে। যদিও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। জোড়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে দেখা দিতে পারে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।

আগামীকালের আবহাওয়া : আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়।

Sudipto

সম্পর্কিত খবর