বাংলা হান্ট ডেস্ক : আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে আগামী তিনদিনে গাঙ্গেও পশ্চিমবঙ্গের (West Bengal) তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে এক ধাক্কায়। এরপর ২ দিন অপরিবর্তিত থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal)। পশ্চিমের জেলাগুলিতে আর তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় নেই। বর্ষা অগ্রসর হওয়ায় রাজ্যের সব জেলাতেই বৃষ্টি হতে থাকবে।
বিকেলের দিকে স্টেশন ভিত্তিক বুলেটিনে জানানো হয়, কলকাতা, সল্টলেক, বালি, আমতা, উলুবেড়িয়া, হাওড়া, ডায়মন্ড হারবার, বসিরহাট, ক্যানিং, তমলুক, সাগর সহ একাধিক জায়গায় ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া হালকা বৃষ্টিও হতে পারে এই জায়গাগুলিতে। আগামী কয়েক ঘণ্টার জন্য দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এদিকে দক্ষিণ পঞঅজাব থেকে হরিয়ানা হয়ে পশ্চিম বিহার পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তার করছে। এছাড়া মধ্য উত্তরপ্রদেশে একটি নিম্নচাপ অঞ্চল বিরাজ করছে।
আজকে বিকেলের পর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই সবকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
এদিকে এরই মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এদিকে দক্ষিণ পঞঅজাব থেকে হরিয়ানা হয়ে পশ্চিম বিহার পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তার করছে। এছাড়া মধ্য উত্তরপ্রদেশে একটি নিম্নচাপ অঞ্চল বিরাজ করছে।
আজকে বিকেলের পর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই সবকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।