বাংলা হান্ট ডেস্কঃ আজ শনিবার, ২ আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (Amader Para Amader Samadhan)। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল, প্রতিটি বুথ এলাকায় সরকারি আধিকারিকরা গিয়ে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা শুনবেন এবং তার দ্রুত সমাধানের ব্যবস্থা করবেন। রাজ্যজুড়ে প্রায় ৮০ হাজার বুথে এই প্রকল্প রূপায়িত হচ্ছে, যার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদেরও যুক্ত করা হয়েছে।
ফাঁকা পরে নতুন প্রকল্প (Amader Para Amader Samadhan) শিবির, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ালেন SDO
তবে প্রকল্পের প্রথম দিনেই একেবারে ভিন্ন চিত্র দেখা গেল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভা এলাকায়। সেখানে একটি শিবিরে প্রায় ফাঁকা বসে থাকতে দেখা গেল আধিকারিকদের। স্থানীয় মানুষজন কেউই তেমনভাবে শিবিরে আসেননি। প্রচার সত্ত্বেও সাধারণ মানুষের সাড়ার অভাব প্রকল্পের গতি ঠেকিয়ে দিয়েছে। বাধ্য হয়েই শিবিরে মানুষকে টানতে নিজে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ালেন জঙ্গিপুরের মহকুমাশাসক (SDO)। বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বললেন, “আপনারা আসুন, যদি কোনও সমস্যা থাকে, এখানেই জানাতে পারবেন।”
জঙ্গিপুরে প্রতি তিনটি বুথ নিয়ে তৈরি হয়েছে একটি করে ক্যাম্প। প্রতিটি ক্যাম্পে উপস্থিত রয়েছেন জনপ্রতিনিধি, পুরসভা কর্মী এবং প্রশাসনিক আধিকারিকেরা। স্থানীয়রা তাদের পানীয় জল, রাস্তাঘাট, স্কুলের পরিকাঠামো কিংবা আলো সংক্রান্ত সমস্যা নিয়েও ক্যাম্পে অভিযোগ জানাতে পারেন। কিন্তু শিবির সকাল ১০টা থেকে খোলা থাকলেও তেমন কাউকে আসতে দেখা যায়নি।
প্রসঙ্গত, কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করে এই প্রকল্প নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। তিনি স্পষ্ট বলেছিলেন, নতুন এই প্রকল্পে যেন কোনওরকম গাফিলতি না হয়। প্রশাসনকে সক্রিয়ভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে।
আরও পড়ুনঃ ফের রাজনীতিতে সক্রিয় অনুব্রত! ,’পাড়া সমাধান’ কর্মসূচিতে যোগ দিয়ে বললেন….
এবার তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে রাজ্যের প্রশাসনিক কর্তারা নেমে পড়েছেন মাঠে। কোথাও মানুষ শিবিরে আসছেন, কোথাও আবার আধিকারিকদেরই যেতে হচ্ছে মানুষের দরজায় দরজায়। তবে জঙ্গিপুরের এই ছবি নতুন প্রকল্প (Amader Para Amader Samadhan) কতটা সাফল্য হবে তা নিয়ে যথেষ্ট চিন্তায় ফেলেছে রাজ্য সরকারকে ।