বাংলাহান্ট ডেস্কঃ আদালতে (court) চলে এল ঘরোয়া গেঞ্জি পরিহিত উকিল। আর তাই দেখে বেজায় রেগে গেলেন বিচারপতি। সেই রাগে আপরাধীর জামিনের আবেদন খারিজও করতে বসেছিলেন। কিন্তু শেষ মেশ মাথা ঠান্ডা রেখে শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হল। আদালত আবমাননার জেরে ভর্ৎসনা করা হয় উকিলকে।
করোনা ভাইরাসের (COVID-19) জেরে দেশ জুড়ে লকডাউনের মধ্যেই বেশির ভাগ ক্ষেত্রে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু রয়েছে। অর্থাৎ ঘরে বসেই অফিসের কাজ সারছেন এই গৃহবন্দিতে। এইভাবে চলছে আদালতের কাজ। এমনকি চলছে বিচারের রায় দান কার্জও। এই ভাবে অনলাইনে বিচাররে কাজ চলাকালিন উকিল মহাশয় ভিডিও কফারেন্সের শুনানিতে ঘরোয়া গেঞ্জি পরে চলে আসায়, তাঁকে দেখেই রাগ সপ্তমে চড়ে যায় বিচারপতি। এমনকি রেগে গিয়ে মক্কেলের জামিনের আর্জিও খারিজ করতে যাচ্ছিলেন।
ঘটনাটি ঘটে রাজস্থান হাই কোর্টের একটি মামলার ভিডিও কনফারেন্সে শুনানি চলাকালীন। গৃহবন্দি থাকায় ঘরের পোশাক পরিহিত অবস্থায়ই আদালতের কাজ করতে চলে আসেন আইনজীবী রবীন্দ্র কুমার পালিওয়াল। উলিককে ঘরের গেঞ্জি পরিহিত অবস্থায় দেখেই সঙ্গে সঙ্গেই তেলে বেগুনে জ্বলে ওঠেন বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মা। উকিল তাঁর মক্কেলের জামিনের আর্জি জানাতে গিয়ে আদালত অবমাননার দায়ে ভর্ৎসনার শিকার হলেন।
এই ঘটনার জেরে বিচারপতি রেগে গিয়ে মক্কেলের জামিনের আর্জি খারিজ করতে যাচ্ছিলেন। কিন্তু পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হওয়ায় নিজেকে সামলিয়ে বিচারপতি শুনানির তারিখ পিছিয়ে দিয়ে ৫ ই মে করে দেন। তৎক্ষণাৎ পরিস্থিতির সামাল দেওয়া হয়।