ফের বড় পতন রান্নার গ্যাসের দামে! দেখুন কলকাতায় কত টাকা করে হল সিলিন্ডার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দুদিন আগে কেন্দ্রীয় সরকার ঘরোয়া এলপিজি সিলিন্ডারে ২০০ টাকা দাম কমায়। এর মধ্যে ফের একবার সুখবর শোনা যাচ্ছে গ্যাস সিলিন্ডার নিয়ে। ঘরোয়া এলপিজি সিলিন্ডারের পর এবার দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। তেল সংস্থাগুলি জানিয়েছে বাণিজ্যিক সিলিন্ডারে ১৫৭.৫০ টাকা দাম কমানো হয়েছে।

ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের পর বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমায় স্বাভাবিকভাবে স্বস্তি পাবেন সাধারণ মানুষ। সংস্থাগুলি জানিয়েছে নতুন দাম কার্যকর হবে ১লা সেপ্টেম্বর থেকেই। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমায় উপকৃত হবেন খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁর মালিকরা।

আরোও পড়ুন : চিন্তা নেই, আর হবে না ট্রেন লেট! এবার শিয়ালদা শাখায় থাকছে নয়া প্রযুক্তি, চমক রেলের

সিলিন্ডারের দাম কমায় স্বাভাবিকভাবেই তাদের খরচ কমতে চলেছে। অনেকের মতে সিলিন্ডার সস্তা হওয়ায় কিছুটা হলেও দাম কমতে পারে খাবারের। দাম কমানোর সিদ্ধান্তর ফলে কলকাতায় এক একটি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার পাওয়া যাচ্ছে ১৬৩৬ টাকায়। আগে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৮০২.৫০ টাকা। 

আরোও পড়ুন : কেবলমাত্র এই মাছটিই জলে সাঁতার কাটে, জমিতে হাঁটে এবং বাতাসে উড়ে যায়! নাম জানেন আপনি ?

১৫৭.৫০ টাকা দাম কমার ফলে রাজধানী দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ১৫২২.৫০ টাকা। অন্যদিকে বাণিজ্য নগরী মুম্বাইতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের বর্তমান দাম ১৪৮২ টাকা। ১৬৯৫ টাকায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি হচ্ছে চেন্নাইতে। প্রসঙ্গত, রাখির আগে কেন্দ্রীয় সরকার দুশো টাকা ছাড় ঘোষণা করে ডোমেস্টিক সিলিন্ডারে।

অন্যদিকে, উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্যাস সিলিন্ডারে ৪০০ টাকা ছাড়ের ঘোষণা করা হয়। উজ্জ্বলা যোজনায় ২০০ টাকা ছাড় দেওয়া হয় ভর্তুকি হিসাবে, সরকারের নতুন সিদ্ধান্তে ২০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন উজ্জ্বলা যোজনার গ্রাহকরা। তবে উল্লেখযোগ্য কথা হল গত কয়েক মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ক্রমাগত কমেছে।

lpg price 103267353

 

বাণিজ্যিক গ্যাসের দাম গত মাসেও ১০০ টাকা কমেছিল। কলকাতায় একটা সময় বাণিজ্যিক সিলিন্ডারের দাম অতিক্রম করেছিল ২১০০ টাকা। সেই দাম বর্তমানে ১৬০০ টাকার মধ্যে আসায় স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X