হেঁসেলে আগুন! ৩ মাসে ২০০ টাকা বাড়ল গ্যাসের দাম

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি তেল কোম্পানি গুলো দেশের জনতাকে আরও একটি বড় ঝটকা দিল। তেল কোম্পানি গুলো আবারও গ্যাস সিলেন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে। নতুন করে দাম বাড়ার পর আজ থেকে সাবসিডি ছাড়া ১৪.২ কেজি গ্যাসের দাম ৭৬৯ টাকা থেকে বেড়ে ৭৯৪ টাকা (দিল্লী) হয়েছে। কলকাতায় গ্যাসে সিলেন্ডারের দাম ২৫ টাকা বেড়ে ৮২০ টাকার আশেপাশে হয়েছে। সিলেন্ডার প্রতি ২৫ টাকা বৃদ্ধি পেয়েছে গ্যাসের দাম। নতুন দাম আজ থেকে লাগু হয়ে গিয়েছে। জানিয়ে দিই, এইমাসে এই নিয়ে তিনবার গ্যাসের দাম বাড়ল।

এমাসের ৪ তারিখে LPG গ্যাস সিলেন্ডারের দাম ২৫ টাকা বেড়েছিল। এরপর ১৫ তারিখে আবারও গ্যাসের দাম ৫০ টাকা বাড়ে। আর এখনও তৃতীয়বার গ্যাসের দাম ২৫ টাকা বাড়ল।

১ ডিসেম্বর গ্যাসের দাম ৫৯৪ টাকা থেকে বেড়ে ৬৪৪ টাকা হয়েছিল। ১ লা জানুয়ারি গ্যাসের দাম ৫০ টাকা বেড়েছিল। এরপর ৬৪৪ টাকার গ্যাস ৬৯৪ টাকায় বিক্রি হয়। ৪ ফেব্রুয়ারি ৬৪৪ টাকা থেকে গ্যাসের দাম বেড়ে ৭১৯ টাকা হয়েছিল। ১৫ ফেব্রুয়ারি ৭১৯ থেকে ৭৬৯ টাকা। আর এবার ২৫ টাকা বেড়ে ৭৯৪ টাকা হল।

 

Baisakhi Dutta

সম্পর্কিত খবর