গ্যাস থেকে ক্রেডিট কার্ড! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম! সমস্যায় পড়ার আগেই জানুন

বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে শেষ হতে চলল নভেম্বর। আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে বছরের শেষ মাস। এদিকে প্রত্যেক মাসেই কিছু না কিছু নিয়মে বদল আসে। ডিসেম্বরেও এর ব্যতিক্রম হবে না। রান্নার গ্যাস (LPG Gas) থেকে ক্রেডিট কার্ড, মাস পয়লা থেকেই বেশ কিছু নিয়মে বদল আসতে পারে।

  • গ্যাস (LPG Gas) সহ কোন কোন নিয়মে পরিবর্তন আসছে?

বর্তমান সময়ে এদেশের প্রায় প্রত্যেকটি বাড়িতেই এলপিজি সিলিন্ডারে (Gas Cylinder) রান্না হয়। উনুন কিংবা স্টোভে রান্নার করার চল প্রায় উঠেই গিয়েছে। এদিকে প্রত্যেক মাসের প্রথম দিন থেকেই রান্নার গ্যাসের দামে বদল হতে দেখা যায়। বাজারে অপরিশোধিত পেট্রোলিয়ামের মূল্য যাচাই করে প্রত্যেক মাসের প্রথম দিনই অয়েল মার্কেটিং সংস্থা এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ঠিক করে।

গত মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য ৪৮ টাকা করে বৃদ্ধি পেয়েছে। গৃহস্থের রান্নার গ্যাসে (LPG Gas) অবশ্য বদল আসেনি। এবার ডিসেম্বর মাসে এই দামে কী বদল আসে সেদিকে নজর থাকবে সাধারণ মানুষের।

আরও পড়ুনঃ চিনের সঙ্গে পাল্লা! ‘হাম দো, হামরা চার’ এর নিদান সিদ্দিকুল্লাহর! পাল্টা দিলেন শুভেন্দু-নওশাদ

সেই সঙ্গেই ১ ডিসেম্বর থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনতে চলেছে। ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম কিংবা মার্চেন্ট সম্বন্ধিত লেনদেনের জন্য যে সকল গ্রাহক সংশ্লিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাঁরা রিওয়ার্ড পয়েন্ট আর পাবেন না।

LPG Gas SBI Credit Card rules change

ডিসেম্বর মাসের পয়লা তারিখ থেকে এসএমএস পাঠানোর বিষয়ে ও ফিশিং আক্রমণ প্রতিহত করার জন্য বড়সড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাই (TRAI) তথা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। জিয়ো, ভোডাফোন, এয়ারটেলের মতো সকল টেলিকম সংস্থাকে ট্রেসেবিলিটি রুল কার্যকর করার কথা বলা হয়েছে বলে খবর।

এছাড়া আগামী মাসে প্রায় অর্ধেক মাস ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday) থাকবে। রিপোর্ট বলছে, ডিসেম্বরে ১৭ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। ফলে ব্যাঙ্ক যাওয়ার আগে একবার ক্যালেন্ডারে চোখ বুলিয়ে নেবেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর