বাংলা হান্ট ডেস্কঃ গ্রাম থেকে শহর, এখন দেশের অধিকাংশ জায়গাতেই গ্যাসে রান্না হয়। উনুন কিংবা স্টোভে রান্না করার চল একপ্রকার উঠেই গিয়েছে। আগেই জানা গিয়েছিল, এবার রাজ্যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস (Gas Connection) পৌঁছবে। বাংলার প্রথম শহর হিসেবে কোচবিহারে (Cooch Behar) এই কাজ শুরুও হয়ে গিয়েছে। এবার জানা যাচ্ছে, পুজোর আগেই প্রায় পাঁচ হাজার বাড়িতে কানেকশন (LPG Pipeline) পৌঁছে দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে।
গ্যাসের (Gas Connection) খরচও অনেকটা বাঁচবে!
বছর দুয়েক আগে কোচবিহারে গ্যাসের পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছিল। এবার পুজোর আগেই শহরের প্রায় পাঁচ হাজার বাড়িতে কানেকশন পৌঁছে দেওয়ার লক্ষ্য স্থির করেছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড।
এই বিষয়ে উক্ত সংস্থার প্রোজেক্ট ইঞ্জিনিয়ার মৃন্ময়কুমার ঘোষ বলেন, ‘সবকিছু যদি ঠিক থাকে, তাহলে পুজোর আগেই সংযোগ দেওয়ার কাজ শুরু হচ্ছে। এর পাশাপাশি দিনহাটা ও আলিপুরদুয়ার শহরে পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে। তুফানগঞ্জ শহরে রেজিস্ট্রেশন করানো হচ্ছে এবং ফালাকাটা শহরে সমীক্ষার কাজ চলছে’। তিনি জানান, কোচবিহার শহর সংলগ্ন পাঁচটি গ্রাম পঞ্চায়েত অঞ্চলেও কানেকশন দেওয়া হবে।
আরও পড়ুনঃ FIR বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ, শুনানি কবে?
পাইপলাইনের মাধ্যমে গ্যাস দেওয়ার প্রক্রিয়ায় প্রত্যেক বাড়িতে মিটার বসানো হবে। সেই মিটারের ইউনিট হিসেবে গ্যাসের বিল (LPG Gas Bill) দিতে হবে। দু’মাস অন্তর এই বিল জমা করতে হবে বলে খবর।
এই ব্যবস্থা শুরু হয়ে গেলে হঠাৎ করে গ্যাস শেষ হওয়ার ভয় থাকবে না। এছাড়া গ্রাহকদের খরচও অনেকটা কমবে বলে খবর। এখন প্রত্যেক কেজি গ্যাস ব্যবহারের ক্ষেত্রে ৭০-৭২ টাকা খরচ হয়। তবে এই ব্যবস্থায় সেই খরচ কমে ৫০ টাকা/কেজির আশেপাশে চলে আসবে। ফলে গ্রাহকদের অনেকটা সুবিধা হবে।
এখন প্রশ্ন হল, পাইপলাইনের মাধ্যমে গ্যাস কানেকশনের জন্য কত খরচ হবে? ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সূত্রে খবর, বাড়িতে সংযোগ নিতে হলে ৬০০০ টাকা করে দিতে হবে। এর মধ্যে সিকিউরিটি বাবদ ৫৫০০ টাকা, বাকি টাকা প্রসেসিং ফি।
কোচবিহার শহরে বছর দুয়েক আগে গ্যাসের পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছিল। এবার বাড়ি বাড়ি সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। পুজোর আগেই কানেকশন (Gas Connection) দেওয়া হবে বলে খবর। এর পাশাপাশি উত্তরবঙ্গের আরও একাধিক শহরে গ্যাসের পাইপলাইন সংক্রান্ত নানান কাজ চলছে। ধাপে ধাপে সব জায়গাতেই এই ব্যবস্থা শুরু হয়ে যাবে।