২০১ রান তুলেও ৫৬ রানের ব্যবধানে হারলো পাঞ্জাব! হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ালো LSG  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মোহালির আইএস ব্রিন্দা স্টেডিয়ামে ছুটলো চার ছয়ের বন্যা। ঘরের মাঠে পাঞ্জাব কিংস গোটা ২০ ওভার ব্যাট করতে ব্যর্থ হলো। তারা অলআউট হলো ২০১ রান করে। তারপরেও ৫৬ রানের ব্যবধানে হারতে হলো তাদের। দুর্দান্তভাবে ম্যাচ জিতে লোকেশ রাহুলের লখনৌ সুপারজায়ান্টস, চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্সকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো।

বেশ কয়েকটি ম্যাচে চোটের ধাক্কায় মাঠে নামতে পারেননি শিখর ধাওয়ান। আজ অধিনায়ক হিসেবে মাঠে ফিরে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু তার এই সিদ্ধান্ত যে এত বড় ভুল হিসেবে প্রমাণিত হবে তা হয়তো তিনি নিজেও ভাবেননি। আজ রাহুল চাহার বাদে তার দলের বাকি বোলারদের যে মারাত্মক আক্রমণ সহ্য করতে হয়েছে তা ভুলতে হয়তো মনোবিদের সাহায্য নিতে হবে

লোকেশ রাহুল সাধারণত ধীরগতিতে ব্যাটিং করেন শুরুর দিকে। আজ তিনি রাবাডার ওভারের প্রথম বলে একটি অসাধারণ ছক্কা মেরে তারপর আউট হয়ে যান ১২ রানের ব্যক্তিগত স্কোরে। কিন্তু ঝড় তুলেছিলেন অপর ওপেনার কাইল মেয়ার্স। পাওয়ার প্লে-তে ৭৪ রান তোলে এলএসজি। ২৪ বলে ৭টি চার ও ৪টি ছক্কা সহ ৫৪ রান করে আউট হন ক্যারিবিয়ান ওপেনার।

এরপর আয়ুশ বাদোনি এবং মার্কাস স্টোইনিস একইরকম আগ্রাসী ব্যাটিং করে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। একমাত্র রাহুল চাহার বাদে বাকি সব পাঞ্জাব কিংস বোলার প্রচুর রান বিলিয়েছেন। আয়ুশ ও স্টোইনিসের মধ্যে ৮৯ রানের একটি পার্টনারশিপ হয় মাত্র ৪৬ বলে যা স্থির করে দিয়েছিল যে ২০০-এর অনেক বেশি স্কোর করতে চলেছে লখনৌ।

batter lsg

স্টোইনিস আজ আইপিএলে নিজের সর্বোচ্চ স্কোর করেছেন। ৪০ বলে ৭২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি ৬টি চার ও ৫টি ছক্কা সহযোগে। নিকোলাস পুরান ১৯ বলে ৭টি চার ও ১টি ছক্কা সহযোগে ৪৫ রান করেন। দীপক হুডা ও ক্রুনাল পান্ডিয়াও স্বল্প সুযোগে বেশ কিছু বাউন্ডারি যোগ করেন যার জন্য রানের গন্ডি ২৫০ অতিক্রম করে। রাবাডা, অর্শদীপদের কোনও পরিকল্পনাই আজ কাজে লাগেনি।

রান তাড়া করতে নেমে শিখর ধাওয়ান ১ রান করে ড্রেসিংরুমে ফিরলেও চেষ্টা করেছিলেন অথর্ব (৬৬), সিকান্দার রাজা (৩৬), লিভিংস্টোন (২৩), ক্যারান (২১), জিতেশ শর্মারা (২৪)। অসাধারণ বোলিং করেন যশ ঠাকুর (৪/৩৭), নবীন উল হক (৩/৩০), রবি বিশ্নই (২/৪১)। কিছুটা মার খেলেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে পাঞ্জাবকে ওই লক্ষ্যের ধারে কাছে পৌঁছানো থেকে আটকে ছিলেন তারা।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর