বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্ব প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। তাও এখনো অবধি সব দলগুলোই প্লে অফের লড়াইয়ে টিকে আছে। একই অবস্থা কলকাতা নাইট রাইডার্সেরও (KKR)। অঙ্কের বিচারে তাদের এখনও সুযোগ রয়েছে প্লে অফে পৌঁছানোর। সেই জন্য তাদের চেন্নাই সুপার কিংস এবং নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে লখনৌ সুপারজায়ান্টসকে (LSG) হারাতে হবে বড় ব্যবধানে।
চেন্নাইয়ে কি হবে জানা নেই, কিন্তু চলতি আইপিএলের শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে কেকেআরের লড়াইটা একেবারেই সহজ হবে না। কারণ সেদিন ঘরের মাঠে খেলা হলেও ইডেনের একটা বড় অংশ সমর্থন করবে গৌতম গম্ভীরের দলকে। কেকেআরকে চাপে ফেলার এবং নিজেদের দলকে তুলনামূলক সহজ পরিবেশ তৈরি করে দেওয়ার অভিনব উপায় বার করেছেন এলএসজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা।
নিজেদের নিয়মিত নীল জার্সির বদলে ঐদিন সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে নামবেন ক্রুনাল পান্ডিয়া, কুইন্টন ডি কক-রা। কিছুদিন আগেই মোহনবাগানের সামনে থেকে এটিকে সরিয়ে দেওয়ার অঙ্গীকার করে সমর্থকদের মন যেতে নিয়েছিলেন তিনি। এখন তার এই মাস্টারস্ট্রোক যে তার দলকে তাদের শেষ ম্যাচে ইডেনে বাড়তি অ্যাডভান্টেজ দেবে, সেই নিয়ে কোনও সন্দেহ নেই।
যদি ভক্ত সংখ্যার দিক দিয়ে তুলনা করা হয় তাহলে মোহনবাগান গুনে গুনে ১০ গোল দেবে কলকাতা নাইট রাইডার্সকে। সে ক্ষেত্রে বেশ কিছু কট্টর কেকেআর ভক্ত ২০শে মে যে নিজেদের মাতৃসম ক্লাবের বর্তমান চেয়ারম্যান ও ফুটবল দলের মালিকের মালিকানাধীন ক্রিকেট দলকে সমর্থন করবেন, তা নিয়ে আশ্চর্য হওয়ায় কিছু নেই।
আরও একটা বিশেষ কারণে এমনিতেই লখনৌ হয়তো কিছুটা সমর্থন পেয়ে যেত ওই বিশেষ দিনে। ওই দলের মেন্টরের ভূমিকা পালন করছেন কেকেআরের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক গৌতম গম্ভীর। তার অধিনায় করতে দুই বার আইপিএল ছিল জিতেছিল কেকেআর। ফলে নাইট রাইডার্স ভক্তদের মনে তার একটা বিশেষ জায়গা আছে। সঞ্জীব গোয়েঙ্কার এই মাস্টার স্ট্রোকের পরে একটা বড় অংশ যে তার জন্যও গলা ফাটাবেন সেই নিয়ে সন্দেহ নেই।