জল্পনার অবসান, অবশেষে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ সমস্ত প্রস্তুতি মতই বুধবার অর্থাৎ আজই তৃণমূলে (tmc) যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও (Luizinho Falerio)। প্রায় ৪০ বছর ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার পর, সেই দলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে মঙ্গলবারই পা রেখেছিলেন কলকাতায়। তিনি কংগ্রেস ত্যাগ করার পর থেকেই তৃণমূলে যোগদানের যে জল্পনা উঠেছিল, তার এবার অবসান ঘটল।

Luizinho Faleiro Nabanna

বুধবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেই বিকেলে সাংবাদিক সম্মেলনে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাঁকে উত্তরীয় পরিয়ে তৃণমূলে স্বাগত জানালেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সঙ্গে নাম লেখালেন আরও ৫ জন নেতা। এর ফলে সর্বভারতীয় স্তরে দলকে এগিয়ে নিয়ে যেতে বেশকিছুটা ক্ষমতা বৃদ্ধি পেল সবুজ শিবিরের।

Luizinho Faleiro joins TMC 1

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়রাও। এদিন সৌগত রায় জানান, ‘ভবিষ্যতে গোয়া থেকে আরও অনেক রাজনৈতিক নেতৃত্বরা তৃণমূলে যোগদান করবেন। তাঁরা অনেকেই আগ্রহী হয়ে রয়েছেন সবুজ শিবিরে আসার জন্য। বৃহস্পতিবারই অনেকে গোয়াতেই ঘাসফুল শিবিরে যোগদান করবেন’।

তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে মুখ্যমন্ত্রী মমতার প্রশংসায় পঞ্চমুখ হন লুইজিনহো ফালেরিও। তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে একজন স্ট্রিট ফাইটার এবং লড়াকু একজন নেত্রী মমতা। দেশীয় রাজনীতিতে তাঁর মত একজন নেত্রী প্রয়োজন। প্রায় ৪০ বছরে কংগ্রেস করার পর এবার আমি তৃণমূলে যোগ দিলাম। এই নতুন যাত্রা আমার পক্ষে সুখকর না হলেও, মমতার সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াইয়ের ময়দানে লড়ে যাব’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর