মোদী-শাহ বাংলায় আসছে বলেই বাড়ছে ওমিক্রনের প্রভাব! বললেন মদন মিত্র

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি ফল প্রকাশিত হয়েছে কলকাতা পুরভোটের। সেখানে তৃণমূলের বিপুল জয়ের মধ্যে দিয়েই যে ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, সেই বার্তা দিলেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। সঙ্গে মোদী-শাহের বাংলা সফর নিয়েও করলেন কটাক্ষ।

বর্তমান সময়ে ত্রাস সৃষ্টি করেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ভারতে উত্তরোত্তর বাড়ছে এই রোগে আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে রাজ্যেও বাড়ছে ওমিক্রন আতঙ্ক। আর এই ভাইরাসের সংক্রমণের কারণ হিসেবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাঠগড়ায় দাঁড় করালেন মদন মিত্র।

তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরাজ্যে আসতেে, বেড়ে গিয়েছে করোনাভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব’।

পুরভোটের ফল প্রকাশের পর বিজেপি সিপিএমকে আক্রমণ করে কালো কাঁচের সানগ্লাস, কালো পাঞ্জাবি-পাজামা পরে সেলিব্রেশনে মেতেছিলেন মদন মিত্র। তাঁর কথায়, ‘আয় সিপিএম, আয় বিজেপি দেখে যা। দ্যাখ, কেমন লাগে। রাস্তায় বেরিয়ে বিজেপি-সিপিএমের জন্য শোকপ্রকাশ করার মত কেউ নেই বলে, আমি নিজেই কালো পোশাক পড়ে বেরিয়ে পড়লাম’।

বাংলার ক্ষমতায় তৃতীয়বার আসার পর যে এবার দিল্লী দখলের স্বপ্ন দেখছে তৃণমূল শিবির, তা আবার পরিষ্কার করে দিলেন মদন মিত্র। রবিবার মদন মিত্র বলেন, ‘রয়েছি তো আমরা। জান লড়িয়ে দেব ২০২৪-এর জন্য’।

এদিন আবার মুখ্যমন্ত্রীর কাছে একটি দাবি করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, ‘আমাদের দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। তাই মুখ্যমন্ত্রীর কাছে আবদার, রাজ্যে হেরিটেজ ঘোষণা করা হোক কালীপুজোকেও। দিদি শুধু ঘোষণা করুন, বাকিটা আমার মতন কালীভক্তরা ঠিক বুঝে নেবে’।

X