চাষার ছেলে-ধনী মেয়ের টুরু লাভ, বন্দুক বাগিয়ে ফ্লাইং কিস উড়িয়ে ট্রেলারেই চমক মদন মিত্রের!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কামারহাটি কাঁপিয়ে এবার সিনেমা হল কাঁপানোর প্রস্তুতি নিচ্ছেন বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। রূপোলি জগতের সঙ্গে তাঁর বহুদিনের ওঠাবসা। এবার নিজেই এই জগতের একজন সদস্য হতে চলেছেন রাজ্য রাজনীতির মোস্ট ‘কালারফুল বয়’। প্রকাশ্যে এল মদন মিত্রের প্রথম ছবি ‘ওহ লাভলি’র ট্রেলার।

ট্রেলার দেখেই স্পষ্ট অনেক দিন পর বহুল চেনা পুরনো বাংলা সিনেমার স্বাদ দিতে চলেছেন হরনাথ চক্রবর্তী। গ্রামের চাষার ছেলে আর শহরের বড়লোক বাবার মেয়ের মিষ্টি মধুর প্রেম কাহিনি নিয়ে আসছে ‘ওহ লাভলি’, যেখানে থাকছে নির্মল হাসির উপাদান, মন ভাঙার কষ্ট, সম্পর্ক জোড়া লাগার আনন্দ আর অবশ্যই মদন মিত্রের ‘সোয়্যাগ’।

Madan mitra debut film oh lovely trailer

ট্রেলারেই ট্রেডমার্ক সানগ্লাস, বন্দুক আর ধামাকাদার ডায়লগে নজর কেড়েছেন কামারহাটির বিধায়ক। গোটা সিনেমা জুড়ে তিনি কী খেল দেখান সেটা জানার জন্য আর কিছুদিন অপেক্ষা করতেই হবে। ট্রেলার থেকে জানা যাচ্ছে, ঋক ওরফে সন্তু গ্রামের চাষির ছেলে। কিন্তু বাবার ব্যবসা ফেলে সে চলে আসে শহরে চাকরির খোঁজে।

আরও পড়ুন: প্রথম পাঁচেই ১১টি সিরিয়াল! চমকে দিচ্ছে এ হপ্তার TRP তালিকা

চাকরি না পেলেও এখানে সে পেয়ে যায় তার টুরু লাভ রাজনন্দিনী ওরফে নিধিকে। সেও চাকরির খোঁজে ঘুরছে, নয়তো তার বড়লোক বাবা দুবাইয়ের আরো বড়লোক পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেবে। দুজনের মধ্যে প্রেম হলেও বিয়েটা কি শেষমেষ হবে? মদন মিত্র দুজনের মিল করাবেন নাকি তাঁর জন্যই ভাঙবে সম্পর্ক? আগামী ২৫ অগাস্ট মিলবে যাবতীয় উত্তর।

আরও পড়ুন: নেতাজির পরিবারে শোকের ছায়া, প্রয়াত অভিনেতা অর্ধেন্দু বসু, সুভাষচন্দ্র বসুর সঙ্গে ছিল রক্তের সম্পর্ক!

অনেকদিন পর আবারো পুরনো মূলধারার বাণিজ্যিক ছবির রেশ দেখে দর্শকরা উচ্ছ্বসিত। উল্লেখ্য, মদন মিত্রের এটাই প্রথম সিনেমা। নায়ক ঋক নবাগত হলেও নায়িকা রাজনন্দিনী ওয়েব সিরিজের বেশ চেনা মুখ। আগামী ২৫ অগাস্ট মুক্তি পেতে চলেছে ওহ লাভলি।

সম্পর্কিত খবর

X