বাংলাহান্ট ডেস্ক : সর্বদাই তিনি থাকেন আলোচনার শীর্ষে। বিতর্ক, সমালোচনা কিংবা নেহাতই হাস্যরস যেন পিছুই ছাড়তে চায় না তাঁর। বিভিন্ন সময় বিভিন্ন মেজাজে ধরা দেন তিনি। কখনও তাঁর দেখা মেলে সুইমিং পুলে হালকা মেজাজে কখনও আবার ফেসবুক লাইভে এসেও ‘ওহ লাভলি’তে মাতেন তিনি। কার্যতই ৬৭ বছর বয়সে এসেও জীবনকে পুরোমাত্রায় উপভোগ করে চলেছেন তিনি।
ঠিকই ধরেছেন, কথা হচ্ছে তৃণমূলের কালারফুল বয় তথা কামারহাটির বিধায়ক মদন মিত্রকে নিয়ে। মদন মিত্র এবং ভাইরাল, এই শব্দ দুটি বাংলার প্রায় সমার্থক। প্রতিদিনই নিজের কোনও না কোনও অভিজ্ঞতা তিনি ভাগ করে নেন স্যোসাল মিডিয়ায় তাঁর লক্ষাধিক ‘ফ্যান ফলোয়ার’ দের সঙ্গে। আবারও ভাইরাল মদন মিত্র। তবে এবারের কারণটি খানিক আলাদা।
সম্প্রতি ভাইরাল হয়েছে মদন মিত্রের একটি ভিডিও। সেই ভিডিওতে নাতির হাত ধরে দীঘার সমুদ্র সৈকতের পাড়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে মদন মিত্রকে। সিমেন্ট বাঁধানো পাথুরে চাতালের উপর দিয়ে হেঁটে চলেছেন তাঁরা। সামান্য কয়েক ইঞ্চি দূরেই আছড়ে পড়ছে সাদা ফেনিল ঢেউ। কিন্তু হঠাৎ করেই ভেজা পাথরে পা পিছলে যায় মদন মিত্রের। তাল রাখতে না পেরে নাতির হাত ধরা অবস্থাতেই পালটি খেয়ে সেই পাথরের উপর পরে যান দুজনে। জলে ভেসে যাওয়ার হাত থেকেও রক্ষা পান একটুর জন্যই।
https://www.youtube.com/watch?v=wZtoIZ5F-_I
বিধায়কের এহেন দুর্ঘটনার পর তৎক্ষনাৎ তাঁকে তুলতে ছুটে আসেন পাশে সঙ্গীরা। যদিও বিধায়কের আঘাত গুরুতর নয় বলেই খবর। ভিডিওটি কবেকার তা অবশ্য জানা যায়নি। স্বভাবতই, এহেন ভিডিও ভাইরাল হওয়ার পরই ভিডিওটিকে ঘিরে মীমের বন্যা শুরু হয়েছে সামাজিক মাধ্যম গুলিতে। সেই নিয়েই উঠছে হাসির রোল। যদিও এই ব্যাপারে প্রতিক্রিয়া দেননি বিধায়ক নিজে। তাঁর অফিসিয়াল পেজ বা প্রোফাইল কোথাওই দেখা মেলেনি এই ভিডিওর।