বিধায়ক থেকে চালকলের মালিক! ‘চড়াম চড়াম’ ঢাক বাজিয়েই নিজের সিনেমার প্রচার মদন মিত্রের

বাংলাহান্ট ডেস্ক: রাজনৈতিক জগতের মানুষ হলেও বিনোদন জগতে অবাধ বিচরণ তাঁর। তবে এতদিন শুধু অভিনয় জগতের মানুষজনদের সঙ্গে চেনা পরিচিতির কারণেই চর্চায় উঠে আসতেন তিনি। এবারে নিজেই আসরে নামছেন মদন মিত্র (Madan Mitra)। তৃণমূলের বিধায়ক এবার নিজেই অভিনয় করবেন সিনেমায়।

হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘ওহ লাভলি’ ছবিতে অভিনয় করেছেন মদন মিত্র। একটি চালকল মালিকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তাঁর সঙ্গে আবার আরেক চালকলের মালিক খরাজ মুখোপাধ্যায়ের বিবাদ। কমেডির মোড়কে জমজমাট ছবি উপহার দিতে চলেছেন পরিচালক হরনাথ চক্রবর্তী।

Madan mitra in his new bengali cinema promotion

সম্প্রতি তারাপীঠে ছবির প্রচারে গিয়েছিল গোটা টিম। মধ্যমণি হিসেবে দেখা গেল মদন মিত্রকে। নীল পাঞ্জাবিতে সেজে প্রচার পর্বে উপস্থিত ছিলেন বিধায়ক। তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু হয়। ঢাক বাজিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হয় সকলকে।

পুজো দিয়ে প্রচার মঞ্চে এসে পৌঁছায় টিম ওহ লাভলি। এবার হাতে কাঠি তুলে নেন মদন মিত্র। ‘চড়াম চড়াম’ ঢাক বাজানোর পাশাপাশি নাচতেও দেখা যায় তাঁকে। সঙ্গে ছিল বিধায়ক মদন মিত্রর ডায়লগও। তিনি বলেন, অঞ্জন দত্তের ‘বেলা বোস’কে পাওয়া যায়নি, নচিকেতার ‘নীলাঞ্জনা’কে পাওয়া যায়নি। কিন্তু ‘লাভলি’কে পাওয়া যাচ্ছে। এই লাভলি হল বাংলার মা মাটি মানুষ।

প্রসঙ্গত, ওহ লাভলি ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ঋক এবং রাজনন্দিনী। এছাড়াও ছবিতে দেখা যাবে লাবণী সরকার, কৌশিক ভট্টাচার্য, দ্রোণ মুখোপাধ্যায়, তপতি মুন্সি, বুদ্ধদেব ভট্টাচার্য, মৃন্ময় দাসদের। আগামী ২৫ অগাস্ট মুক্তি পেতে চলেছে ‘ওহ লাভলি’। তার আগেই অবশ্য ২৪ অগাস্ট বিশেষ প্রিমিয়ারের ব্যবস্থা রাখা হয়েছে এই ছবির। বিজলি সিনেমা হলে হবে ওহ লাভলি ছবির প্রিমিয়ার।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর