সারদা কাণ্ডে জেলখাটা মদন মিত্রকে এবার রোজভ্যালি কাণ্ডে তলব জানালো তদন্তকারীরা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সারদা কাণ্ডে জেলে গিয়েছিলেন মদন মিত্র, পরে জামিনে মুক্ত হয়েছিলেন এই তৃণমূল নেতা। কিন্তু এবার যেন এক অন্য দৃশ্য, এই প্রথম রোজভ্যালি কাণ্ডে মদন কে তলব করল ইডি। সারদা কাণ্ডের পর তিনি এবার রোজভ্যালি কাণ্ডেও ইডির নজর বন্দী হলেন।

এদিন সকাল থেকে মদন মিত্রকে বিভিন্ন দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি জানায়, তদন্তকারীরা মদনকে জিজ্ঞাসাবাদ করেন যে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু ও সংস্থার সঙ্গে তার কী যোগ? এ বিষয়টি খতিয়ে দেখতে। ইডির দাবি মদনের বিরুদ্ধে তথ্য মিলেছে আয় বহির্ভূত আর্থিক লেনেদেনের নিরিখে।

অন্যদিকে সারদা-কাণ্ডে তৃণমূল নেত্রী শতাব্দি রায় কে জরুরি তলব জানিয়েছে তদন্তকারীরা। এছাড়াও গত শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন এবং প্রাক্তন সিপিএম নেতা লক্ষণ শেঠ। তদন্তকারীদের দাবি সারদা কাণ্ডের সাথে যোগ রয়েছে শুভাপ্রসন্নের।

X