মহাষষ্ঠী উপলক্ষ্যে শোভন-বৈশাখীর বাড়িতে হাজির মদন! কারণ জানতে উৎসুক জনতা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কয়েক মাস পূর্বে তাদের মধ্যে মুখ দেখাদেখি ছিল এক প্রকার বন্ধ। রাজনীতির স্বার্থে মাঝেমধ্যে একে অপরের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর (Durga Puja) সন্ধিক্ষণে সেই পরস্পর বিরোধী মানুষদের এক সূত্রে হতে দেখে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।

ভঙ্গ রাজনীতিতে সর্বদাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তারা। প্রথম দুজন জুটিতে; তারা শোভন-বৈশাখী। বিগত বেশ কয়েক বছর ধরে বঙ্গ রাজনীতিতে উল্লেখযোগ্য নাম হয়ে উঠেছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রথমে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান আর বর্তমানে পুনরায় একবার তৃণমূলে ফেরত আসার ইচ্ছা, সব মিলিয়ে খবরের শিরোনামে এই জুটি।

আবার অপরদিকে কখনো বিরোধীদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করা কিংবা রঙিন পোশাক, সর্বদাই লাইমলাইটে বিরাজমান মদন মিত্র। অতীতে এই দুই পক্ষ রাজনীতির স্বার্থে একে অপরকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তবে এবার দুর্গা পুজো সেই পরস্পর বিরোধী মানুষদেরই আনলো এক সূত্রে, যা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য পড়ে গিয়েছে সর্বত্র।

একটি বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে মহাষষ্ঠী উপলক্ষে হাজির থাকতে চলেছেন শোভন-বৈশাখী এবং মদন মিত্র। শুধু তাই নয়, মদনের গান এবং বৈশাখীর নাচ মাঝে ধরা দেবেন শোভন চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠানে তৃণমূল নেতা মদন মিত্রকে আপ্যায়ন করতে দেখা গিয়েছে শোভন-বৈশাখীকে।

একইসঙ্গে মদনের বিখ্যাত গান ‘ওওওও লাভলী’ থেকে শুরু করে বৈশাখীর হাসি-গান আর ঠাট্টা, সব মিলিয়ে জমজমাট অনুষ্ঠান আর তা নিয়েই বর্তমানে রাজনৈতিক প্রাঙ্গণে জল্পনা ছড়িয়ে পড়েছে জল্পনা জ হঠাৎ কি কারণে এত কাছাকাছি তারা? উত্তর খুঁজে পেতে অপেক্ষা করতে হবে কিছুটা সময়।

সম্পর্কিত খবর

X