পার্থসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট পেশের অনুমতি মেলেনি! রাজ্যের দিকে অভিযোগের আঙ্গুল CBI-এর

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) প্রাথমিক টেট (Primary Tet) দুর্নীতি মামলায় সরগরম বঙ্গ রাজনীতি। এই সকল ইস্যুতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। এছাড়াও অন্যান্য একাধিক শিক্ষা আধিকারিকরা হেফাজতে আর এর মাঝে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার গুরুতর অভিযোগ আনল সিবিআই (CBI)।

কি অভিযোগ করেছে CBI? দুর্নীতি কাণ্ডে জড়িত তৃণমূল মন্ত্রী এবং বাকি পাঁচ আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট পেশ করার জন্য অনুমতি চাওয়া হলেও রাজ্য সরকারের তরফ থেকে সেই অনুমতি প্রদান করা হয়নি বলে অভিযোগ সিবিআইয়ের।

দুর্নীতি দমন সংক্রান্ত আইনের ১৯ নম্বর ধারায় বলা রয়েছে, সরকারি কোনো কর্মীর বিরুদ্ধে যদি চার্জশিট পেশ করতে হয়, তবে সরকারের অনুমতি লাগবে। সিবিআইয়ের দাবি, পার্থ চট্টোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহা, সৌমিত্র সরকার, অশোক সাহা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সমরজিৎ আচার্যের বিরুদ্ধে চার্জশিট পেশ করার জন্য রাজ্য সরকারের অনুমতি চাওয়া হয়। তবে শেষ মুহূর্তে মেলেনি সেই অনুমতি।

ফলে প্রশ্ন উঠে গিয়েছে, এক্ষেত্রে অতীতে দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কঠোর মনোভাব দেখানো হলেও এক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের সহ বাকি কর্মীদের বিরুদ্ধে সিবিআইয়ের আনা চার্জশিটের অনুমতি কেন দিল না সরকার?

cbi 4 1

উল্লেখ্য, অনুমতি না নিয়েই গতকাল পার্থ চট্টোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহা, সৌমিত্র সরকার, অশোক সাহা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সমরজিৎ আচার্য ছাড়াও মোট ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। তবে এক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতি না থাকায় শেষ পর্যন্ত আদালতে কি সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর