বাংলাহান্ট ডেস্কঃ জন্মদিনেই কবি তর্পণ করলেন মদন মিত্র (Madan Mitra)। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথামতই এবার রবীন্দ্রসংগীতের (rabindrasangeet) প্রথম অ্যালবাম প্রকাশ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। শুক্রবার ৩ রা ডিসেম্বরেই প্রকাশ করলেন তাঁর রবীন্দ্রসংগীতের প্রথম অ্যালবাম।
‘ও লাভলি’, ‘ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া’-র পর এবার নতুন রূপে ধরা দিলেন মদন মিত্র, গাইলেন রবীন্দ্রসঙ্গীত। জন্মদিনের দিন জোড়াসাঁকোয় গিয়ে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে, সেখানেই সহযোগী শিল্পীদের সহযোগিতায় ‘কবি তর্পণে মদন মিত্র’ অ্যালবামের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মদন মিত্র।
অ্যালবামে রয়েছে তাঁর গাওয়া দুটি গান। একটি হল ‘আমার মাথা নত করে দাও হে প্রভু’ এবং অপরটি ‘পুরানো সেই দিনের কথা’। মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে মদন মিত্রকে এবার থেকে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই এবার রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম রিলিজ করলেন ‘কালারফুল বয়’ মদন মিত্র।
প্রসঙ্গত, গতকালই ৬৭-তে পা দিলেন বার্থ ডে বয় মদন মিত্র। গতকাল তাঁরই জন্মদিনে, বিরিয়ানির গন্ধে ম ম করছিল কামারহাটির (kamarhati) আকাশ বাতাস। বিরাজ করছিল উৎসবের মরশুম। পেল্লাই সাইজের হাড়ি ভর্তি বিরিয়ানি তৈরি হচ্ছিল, আর নিমেষের মধ্যেই তা উধাও হয়ে যাচ্ছিল।
শুক্রবার কামারহাটির কোন বাড়িতেই আর হাড়ি চড়েনি। সকাল থেকেই রান্না হচ্ছিল ঢালাও বিরিয়ানি, আর দলে দলে মানুষের ঢল এসেছিলেন মদন মিত্রের বার্থডে পার্টিতে। ‘কালারফুল বয়’ মদন মিত্রের জন্মদিনে বিরিয়ানি খাওয়ার সঙ্গে সঙ্গে এলাকাটা বেলুন, ফুল দিয়ে সাজিয়েও তুলেছিলেন তাঁর অনুগামীরা, ছিল বাজনাও। রীতিমত উৎসবের আয়োজন করা হয়েছিল কামারহাটিতে।