বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহের প্রথম দিন। যদিও রাত পোহালেই স্বাধীনতা দিবস হওয়ায় ছুটির মুডেই রয়েছে আমজনতা। এমন দিনে শহরের রাস্তা দাপিয়ে বেড়াল এক সাদা জিপ। সওয়ারিদের দেখে আরেক প্রস্থ চমক লাগার পালা। জিপে সওয়ার খোদ বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। পাশে খাঁকি উর্দিতে এক সুন্দরী। বঙ্গ রাজনীতির ‘কালারফুল বয়’ নিজে পরেছেন কালো কুর্তা, পাজামা। তবে সবথেকে বেশি নজর কাড়ল হাতের বন্দুক!
আদ্যোপান্ত কালো পোশাক। গলায় ঝিকিয়ে উঠছে সোনার চেন। হাতে সোনালি ঘড়ি, চোখে ট্রেডমার্ক রোদচশা। আর হাতে পেল্লাই বন্দুক। পাশে পুলিশি পোশাকে সুন্দরী। জিপের সামনে দাঁড়িয়ে বন্দুক হাতে একের পর এক পোজ দিলেন কামারহাটির বিধায়ক। ব্যাপারটা কী? হঠাৎ স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রকাশ্য রাস্তায় বন্দুক নিয়ে ঘুরছেন কেন তৃণমূল বিধায়ক?
আসলে পুরোটাই সিনেমার স্বার্থে। সদ্য রাজনীতির বাইরে পা দিয়ে রূপোলি দুনিয়ায় প্রথম পদক্ষেপ করেছেন মদন মিত্র। আগামী ২৫ অগাস্ট মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম অভিনীত ছবি ‘ওহ লাভলি’। মুখ্য ভূমিকায় ঋক এবং রাজনন্দিনী থাকলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মদন মিত্রের। বলা ভাল, ছবির মূল আকর্ষণই তিনি।
আরও পড়ুন: ঝড় উঠতে চলেছে পুজোয়, ব্যোমকেশ শেষে ‘বাঘা যতীন’! স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিরাট চমক দেবের
আপাতত এই ছবির পেছনেই নিজের সিংহভাগ সময়টা দিচ্ছেন বিধায়ক। সম্প্রতি কলকাতা মেট্রোয় হয়েছে ছবির গান রিলিজ। এবার জিপ, বন্দুক নিয়ে শহরের রাস্তায় বেরিয়ে পড়লেন এম এম। ফটোশুটের সঙ্গে সঙ্গে চলল ছবির প্রচার। তারই এক্সক্লুসিভ ছবি রইল বাংলাহান্টের পাতায়।
আরও পড়ুন: চাষার ছেলে-ধনী মেয়ের টুরু লাভ, বন্দুক বাগিয়ে ফ্লাইং কিস উড়িয়ে ট্রেলারেই চমক মদন মিত্রের!
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে হরনাথ চক্রবর্তী পরিচালিত ছবিটির ট্রেলার। তা থেকে জানা যাচ্ছে, ঋক ওরফে সন্তু গ্রামের চাষির ছেলে। কিন্তু বাবার ব্যবসা ফেলে সে চলে আসে শহরে চাকরির খোঁজে।
চাকরি না পেলেও এখানে সে পেয়ে যায় তার টুরু লাভ রাজনন্দিনী ওরফে নিধিকে। সেও চাকরির খোঁজে ঘুরছে, নয়তো তার বড়লোক বাবা দুবাইয়ের আরো বড়লোক পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেবে। দুজনের মধ্যে প্রেম হলেও বিয়েটা কি শেষমেষ হবে? মদন মিত্র দুজনের মিল করাবেন নাকি তাঁর জন্যই ভাঙবে সম্পর্ক? আগামী ২৫ অগাস্ট মিলবে যাবতীয় উত্তর।