‘রাস্তায় সাবধানে ঘোরাফেরা করুন, কোথায় টপকে যাবেন’, বাম-রাম জোট ইস্যুতে হুঁশিয়ারি মদনের

বাংলা হান্ট ডেস্কঃ ‘রাস্তায় সাবধানে যাতায়াত করবেন। কখন কোথায় টপকে যাবেন। আমি থ্রেট দিচ্ছি না’, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি (Bharatiya Janata Party) এবং সিপিএম (Cpim) দলের জোট সম্ভাবনাকে কেন্দ্র করে এদিন ঠিক এভাবেই আক্রমণ শানালেন তৃণমূল (Trinamool Congress) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। একইসঙ্গে সিপিএম এবং বিজেপির উদ্দেশ্যে থ্রেট না দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আনলেও ‘রাস্তায় সাবধানে যাতায়াত করার’ পরামর্শ দিয়েছেন শাসক দলের বিধায়ক।

উল্লেখ্য, সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে ‘সমবায় বাঁচাও মঞ্চ’ তৈরি করে বিরোধী দলগুলি। এক্ষেত্রে সিপিএম এবং বিজেপি দল জোট গঠন করে এবং পরবর্তীতে ৬৩ টি আসনের মধ্যে সবকটিতেই জয়লাভ করে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়।

এক্ষেত্রে সমবায় নির্বাচনে বেশ কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও অবশেষে বাম-রাম জোটের কাছে পরাজয় স্বীকার করতে হয় শাসক দলকে। উল্লেখ্য, বাম এবং রাম জোট প্রসঙ্গে সম্প্রতি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “তৃণমূল বনাম আমরা সবাই। তৃণমূলকে হারানোর জন্য যারা আসতে চাইবে, তাদের সবাইকে স্বাগত। নিচু স্তরে যদি অন্য কারোর সমর্থন নিয়ে কেউ শাসক দলকে পরাজিত করতে পারে, তাহলে তাদের সঙ্গে বিজেপি রয়েছে।”

একইসঙ্গে তিনি আরো বলেন, “জোট প্রসঙ্গে শেষ সিদ্ধান্ত শীর্ষ নেতৃত্ব নেবে।” তবে একইসঙ্গে নিচু স্তরে যদি সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে হয়, তাহলে তাঁর কোন আপত্তি নেই বলেই সম্প্রতি মত প্রকাশ করেন বিজেপি নেতা।

আর এবার এই প্রসঙ্গে চরম কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। বেলঘড়িয়ায় উপস্থিত হয়ে তিনি বলেন, “এটাকেও যদি নন্দকুমার বানানোর কথা ভাবে সিপিএম এবং বিজেপি, তাহলে রাস্তায় সাবধানে যাবেন। থ্রেট করছি না আমি। তবে একটু সাবধানে যাতায়াত করবেন। খানা, খন্দ এবং বাম্পার রয়েছে, রাস্তায় কোথায় কখন টপকে যাবেন।”

মদন ছাড়াও এদিন বাম-রাম জোটকে কটাক্ষ করে তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, “ওদের রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব দুজনে দু’রকমের কথাবার্তা বলে। ওদের সঙ্গে বিজেপির জোট প্রসঙ্গে আমরা আগেই জানতাম আর বর্তমানে সেটাই পুনরায় একবার প্রমাণ হয়ে গেল।”

Sayan Das

সম্পর্কিত খবর