বাংলা হান্ট ডেস্ক: কসবাকাণ্ড নিয়ে (Kasba Incident) উত্তাল রাজ্য রাজনীতি। তার উপর কলেজের গণধর্ষণ কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে(Madan Mitra) শোকজ করেছিল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর সোমবার রাতেই দলকে শোকজের জবাব পাঠিয়েছেন কামারহাটির বিধায়ক। জানা গিয়েছে জবাবের প্রথম অংশে তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। পাশাপাশি ঘটনার প্রেক্ষাপট ব্যখ্যা করেছেন মদন মিত্র।
কসবা কাণ্ডে (Kasba Incident) দলকে শোকজ এর জবাব দিলেন কামারহাটির বিধায়ক
কসবা কাণ্ডে মদন মিত্রের মন্তব্যের পরই দলের মধ্যে অস্বস্তি সৃষ্টি হয়। এছাড়াও, এই ধরনের মন্তব্য দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল, মদন মিত্রের এই মন্তব্য ‘ব্যক্তিগত’। তৃণমূল কংগ্রেস আরও জানায়, তারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ করছে।
উল্লেখ্য, গত শনিবার একটি সংবাদ মাধ্যমে কসবা কাণ্ডের পরিপ্রেক্ষিতে বলেন, ‘ওই ছাত্রীর একা কলেজে যাওয়া উচিত হয়নি।’ মদন মিত্রের এহেন বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় উঠে। তাঁর এই নারীবিদ্বেষী ও অপ্রাসঙ্গিক মন্তব্য রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি করেছে।
এই ঘটনার পর, গত রবিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মদন মিত্র কে তাঁর মন্তব্যের জন্য শোকজ পাঠান।সেই শোকজে বলা হয়েছে কসবা ল কলেজ কাণ্ড নিয়ে মদন মিত্র যে মন্তব্য করেছে, তাতে জনসমক্ষে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই কারণবশত তাঁকে ওই মন্তব্যের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।এমনকি তাকে তিন দিনের মধ্যে জবাবদিহি করার কথা বলা হয়। সোমবার কামারহাটির বিধায়ক জবাবদিহি দলকে পাঠান।
আরো পড়ুন: ধর্ষণ কাণ্ডের দিন কাদের ফোন করেন এম, জে , পি? কসবার ঘটনায় নয়া তথ্য পুলিশের হাতে
প্রসঙ্গত, কসবার ল কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত, তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত ও দুই প্রত্যক্ষদর্শী ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় মদন মিত্রের বিতর্কিত মন্তব্যে দল অস্বস্তির মুখে পড়ে। এমনকি,বিধায়কের বিতর্কিত মন্তব্যের জেরে দলের তরফ থেকেও কড়া পদক্ষেপ নেওয়া হয়।