আই-কোর কাণ্ডে হাজিরার নোটিশ পেলেন মদন মিত্রের বড় ছেলে, বেজায় অস্বস্তিতে তৃণমূল শিবির

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের মধ্যেই ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে চিটফান্ড কান্ডের তদন্ত। এবার আই-কোর মামলায় ইডির নোটিশ পেলেন মদন মিত্রের (Madan Mitra) ছেলে স্বরূপ মিত্র। ভোটের মাঝে চরম অস্বস্তিতে তৃণমূল শিবির। ১৭ ই এপ্রিল কামারহাটিতে নির্বাচনের আগেই স্বরূপ মিত্রকে নোটিশ পাঠাল ইডি।

রাজ্য জুড়ে চলছে নির্বাচনী মরশুম। এরই মধ্যে আবার চলছে চিটফান্ড কান্ডের তদন্তও। এই কাজে একের পর এক তৃণমূল নেতৃত্বদের হাজিরার নোটিশ পাঠানোয়, বেজায় অস্বস্তিতে তৃণমূল শিবির। আই-কোর কাণ্ডের প্রধান প্রয়াত অনুকূল মাইতির স্ত্রী কণিকা মাইতিকে পূর্বেই জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকরা। সেই সূত্র ধরেই একের পর এক তৃণমূল নেতৃত্বদের হাজিরার নোটিশ দিচ্ছে ইডি।

1611750980 27 sironam madan

সম্প্রতি CBI-র তলবের পর শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কেও (Partha Chatterjee) আই-কোর কাণ্ডে নোটিশ পাঠিয়েছে ইডি। একই সঙ্গে তলব করা হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্তকেও। চিটফান্ড সংস্থা আইকোরের বিভিন্ন অনুষ্ঠানে, এজেন্টদের বৈঠকে, এমনকি সাধারণ মানুষকে অর্থ বিনিয়োগে উৎসাহিত করতেও পার্থ চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল বলে অভিযোগ তদন্তকারী বিভাগের।

তদন্তের স্বার্থে CBI- তরফ থেকে গত ২৭ শে মার্চ নোটিশ পাঠিয়ে গত ৭ ই এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। বেহালা পশ্চিমে গত ১০ ই এপ্রিল ভোটপর্ব থাকার কারণে নির্বাচনে কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা দেননি পার্থ চট্টোপাধ্যায়। এরপরই পার্থ চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে ED।

পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার ইডির নোটিশ পেলেন কামারহাটির তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্র। আগামী ২৩ শে এপ্রিল তাঁকে হাজিরার নির্দেশ হয়েছে বলেও জানা গিয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর