আকাশের বিপদকে মাটি থেকে দেবে উত্তর! সামনে এল ভারতীয় প্রযুক্তিতে তৈরি অ্যান্টি-ড্রোন কিলার ইন্দ্রজাল রেঞ্জার

Published on:

Published on:

Made in India anti drone killer Indrajaal Ranger unveiled.
Follow

বাংলাহান্ট ডেস্ক: হায়দরাবাদে স্থিত ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা ‘ইন্দ্রজাল’ (Indrajaal Ranger) তৈরি করল দেশের প্রথম অ্যান্টি-ড্রোন প্যাট্রোল ভেহিক্যাল (ADPV)। সংস্থাটি এই অত্যাধুনিক যানটির নাম দিয়েছে ‘ইন্দ্রজাল রেঞ্জার’। নির্মাতাদের দাবি, এটি ভারতের প্রথম এমন মোবাইল অ্যান্টি-ড্রোন সিস্টেম, যা চলন্ত অবস্থাতেই শত্রুপক্ষের ড্রোন শনাক্ত করতে, থামাতে এবং নিষ্ক্রিয় করতে সক্ষম। ইতিমধ্যেই এর প্রোটোটাইপ সেনাবাহিনীর হাতে পরীক্ষামূলকভাবে তুলে দেওয়া হয়েছিল, এবং মাত্র ৬ দিনের মধ্যেই এই যান ৪০ টি ড্রোন আটকাতে সক্ষম হয়। সেইসঙ্গে রুখে দেওয়া সম্ভব হয় প্রায় ৭০ কোটি টাকার মাদক পাচার। ফলে সীমান্ত থেকে শুরু করে বড় শহর—দেশের নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে দাবি উঠেছে।

চলে এল দেশের প্রথম অ্যান্টি-ড্রোন প্যাট্রোল ভেহিক্যাল ইন্দ্রজাল রেঞ্জার (Indrajaal Ranger):

ইন্দ্রজাল রেঞ্জার (Indrajaal Ranger) মূলত নজরদারি ও টহলদারির গাড়ি, যার ভেতরেই যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তির সমন্বয়। চলন্ত অবস্থায় ড্রোন শনাক্ত ও প্রতিরোধ করার মতো ক্ষমতা সম্পন্ন এই সিস্টেমে রয়েছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামিং প্রযুক্তি এবং উন্নত মানের এআই-পাওয়ার্ড কম্যান্ড সিস্টেম। কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত এই কন্ট্রোল ইউনিট নিজে থেকেই ড্রোনের ঝুঁকি বিশ্লেষণ করতে পারে এবং কোন পর্যায়ে সেটিকে ধ্বংস বা নিষ্ক্রিয় করা উচিত সে সিদ্ধান্ত মুহূর্তে নিয়ে নিতে পারে। ফলে মানবিক ভুলের সম্ভাবনা কমে এবং প্রতিরক্ষা ব্যবস্থা হয় আরও দ্রুত, আরও কার্যকর।

আরও পড়ুন: ৯০০ বছরের পুরনো শিবমন্দিরকে ঘিরে বিবাদ! যুদ্ধবিরতি ভেঙে ফের লড়াই শুরু এই দুই দেশের

এই নতুন প্রযুক্তি নিয়ে সংস্থার সিইও কিরণ পেনুমাচা জানিয়েছেন, ইন্দ্রজাল (Indrajaal Ranger) ইতিমধ্যেই ভারতীয় সেনা ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে কাজ করে তার কার্যক্ষমতা প্রমাণ করেছে। বাস্তব পরিস্থিতিতে বহুবার শত্রুপক্ষের ড্রোন আটকানোর সফল অভিজ্ঞতা রয়েছে। তাঁর দাবি, “ইন্দ্রজাল রেঞ্জার এমন এক সিস্টেম যা সংবেদনশীল বা রেড-জ়োন এলাকায় কোনও ড্রোন ঢুকতে দেবে না।” তিনি আরও বলেন, প্রচলিত অ্যান্টি-ড্রোন সিস্টেম চলন্ত গাড়িতে বসানো হলেও সাধারণত কাজ করতে গাড়িটিকে থামাতে হয়। কিন্তু ইন্দ্রজালের এই নতুন প্যাট্রোল ভেহিক্যাল চলন্ত অবস্থায়ই টহল, নজরদারি, ড্রোন সনাক্তকরণ ও প্রতিরোধ—সবই করতে পারে, যা এটিকে বিশ্বমানের উন্নত প্রযুক্তির তালিকায় পৌঁছে দিয়েছে।

ইন্দ্রজাল রেঞ্জারের (Indrajaal Ranger) ক্ষমতা এখানেই শেষ নয়। ১০ কিলোমিটার ব্যাসার্ধে কোনও ড্রোন থাকলে তা শনাক্ত করতে পারে সিস্টেমটি। প্রায় ৬০ শতাংশ ড্রোনকে ৪ কিলোমিটার দূর থেকেই সাইবার টেকওভারের মাধ্যমে নিয়ন্ত্রণে এনে সরাসরি গাড়ির পাশে নামিয়ে আনা যায়। যে ড্রোনে সাইবার টেকওভার সম্ভব নয়, সেগুলিকে তিন কিলোমিটার দূর থেকে সফট-কিল প্রযুক্তিতে ধ্বংস করা যায় এবং পরে রিট্রিভার ড্রোন পাঠিয়ে ধ্বংস হওয়া ড্রোনটিকে সংগ্রহ করা সম্ভব। প্রয়োজনে যান থেকেই ইন্টারসেপ্টর ড্রোন পাঠিয়ে দুই কিলোমিটার দূর থেকে আক্রমণকারী ড্রোনকে অনুসরণ বা ধ্বংস করার ক্ষমতাও রয়েছে।

Made in India anti drone killer Indrajaal Ranger unveiled.

আরও পড়ুন:‘রাজ্যের নতুন যুক্তি আদালত আর শুনবে না..’, কড়া নির্দেশ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির, কোন মামলায়?

এই সর্বাধুনিক অ্যান্টি-ড্রোন প্যাট্রোল ভেহিক্যাল সীমান্তে নজরদারির গতি ও নির্ভুলতা বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। মাদক চোরাচালান, অস্ত্র পাচার ও বিভিন্ন অবৈধ অনুপ্রবেশ রুখতে এটি অত্যন্ত কার্যকর হতে পারে। পাশাপাশি বড় শহর, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির নিরাপত্তা, ভিআইপি সুরক্ষা এবং সংবেদনশীল এলাকায় হুমকি প্রতিরোধে ইন্দ্রজাল রেঞ্জারকে (Indrajaal Ranger) কাজে লাগানো যাবে বলে জানিয়েছে নির্মাতা সংস্থা। দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এই নতুন সংযোজন ড্রোনভিত্তিক আক্রমণ ও পাচার রুখতে ভবিষ্যতে বড় ভূমিকা নেবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।