সামরিক ক্ষেত্রে জয়জয়কার ‘আত্মনির্ভর ভারতের’! কামাল দেখাল “মেড ইন ইন্ডিয়া” Mark 1A Fighter Jet

বাংলা হান্ট ডেস্ক: ফের তৈরি হল বড় নজির। ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) তরফে LCA Mark 1A মডেলের মোট ১৮০ টি যুদ্ধবিমান কেনার জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড অর্থাৎ HAL-কে বরাদ্দ দেওয়া হয়েছিল। আর তারপরেই এই যুদ্ধবিমান তৈরির কাজে লেগে পড়ে ওই সংস্থা। তবে এবার, সম্পূর্ণ ভারতে তৈরি LCA Mark 1A যুদ্ধবিমান তার প্রথম উড়ানে সফল হয়েছে। আর এইভাবেই ভারতের মুকুটে যুক্ত হয়েছে আরও একটি নতুন পালক।

বৃহস্পতিবার, বেঙ্গালুরুতে LCA Mark 1A যুদ্ধবিমানের সফল উড়ান সম্পন্ন হয়। এদিকে, এর মাধ্যমেই সামরিক ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতার বিষয়টি HAL-এর হাত ধরে আরও একধাপ এগিয়ে গেল। এমতাবস্থায়, এই যুদ্ধবিমান এবার ভারতীয় বায়ুসেনার কাছে বিক্রি করবে HAL। প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ৮৩ টি LCA Mark 1A যুদ্ধবিমান কেনার জন্য HAL-কে চুক্তির মাধ্যমে বরাত দেয় ভারতীয় বায়ুসেনা। যেই চুক্তির মূল্য ছিল ৪৮ হাজার কোটি টাকা।

পরবর্তীকাল আরও ৬৭ হাজার কোটি টাকায় ৯৭ টি যুদ্ধবিমান কেনার বরাত দেওয়া হয় HAL-কে। আর এই ভাবেই সবমিলিয়ে অর্ডার দেওয়া হয়েছে ১৮০ টি যুদ্ধবিমানের। এদিকে, এই বিমানের সফল উড়ান প্রসঙ্গে HAL-এর আধিকারিকরা জানিয়েছেন, একদম প্রথম উড়ানেই LCA Mark 1A যুদ্ধবিমানটি ১৫ মিনিট ধরে আকাশে ছিল। তারপর নির্ভুলভাবে সেটি অবতরণ করে নির্দিষ্ট রানওয়েতে। এদিকে, আরও জানা গিয়েছে যে, আগামী ৩১ মার্চের মধ্যেই ভারতীয় বায়ু সেনার হাতে এই মডেলের প্রথম যুদ্ধবিমান তুলে দেওয়ার কথা রয়েছে HAL-এর।

আরও পড়ুন: ভারতের প্রথম ব্যালাস্টলেস ট্র্যাক দিয়ে ঘন্টায় ৩২০ কিমি বেগে ছুটবে বুলেট ট্রেন! রেলমন্ত্রী দিলেন বড় আপডেট

যদিও, এই প্রোজেক্টের বেশ কিছু কাজ বাকি থাকলেও সময় ঘনিয়ে আসায় HAL-এর ইঞ্জিনিয়াররা এই যুদ্ধবিমানের বিভিন্ন পরীক্ষা শুরু করেছেন। এমতাবস্থায় বৃহস্পতিবারই প্রথমবার আকাশে উড়ান সম্পন্ন হল এই যুদ্ধবিমানের। পাশাপাশি, HAL এটাও চেষ্টা করছে যে ডেলিভারির সময় যাতে বায়ুসেনার হাতে এই মডেলেরই একটি প্রশিক্ষণ বিমান তুলে দেওয়া যায়।

আরও পড়ুন: কপাল খুলে গেল রিঙ্কুর! একলাফে বেতন বাড়ল প্রায় দ্বিগুণ, লাখের গণ্ডি পেরিয়ে মিলবে এত টাকা

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, LCA Mark 1A যুদ্ধবিমান ভারতে তৈরি হওয়ার পাশাপাশি এটির প্রযুক্তিও সম্পূর্ণ দেশীয়। এমতাবস্থায়, বায়ুসেনার হাতে এই বিমান তুলে দেওয়ার পর এই মডেলের প্রথম যুদ্ধ বিমানটিকে রাজস্থানের বিকানেরের পাশে নাল এয়ারবেসে মোতায়েন করা হতে পারে বলে মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে। এদিকে, এই এয়ারবেস পাকিস্তান সীমান্তের খুব কাছেই অবস্থিত রয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর