আচমকাই অসুস্থ মাধবী মুখোপাধ‍্যায়, হাসপাতালে ভর্তি সত‍্যজিতের ‘চারুলতা’

   

বাংলাহান্ট ডেস্ক: গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ‍্যায় (Madhabi Mukherjee)। শুক্রবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে অভিনেত্রীর। আপাতত তিনি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।

৮০ তে পা দিয়েছেন ‘চারুলতা’। বার্ধক‍্যজনিত সমস‍্যা তো ছিলই। এছাড়াও বেশ কিছুদিন ধরেই নাকি অসুস্থ ছিলেন তিনি। ভুগছিলেন রক্তাল্পতার সমস‍্যায়। সুগারেরও সমস‍্যা রয়েছে বলে খবর। শুক্রবার সকালে হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর।

Madhabi 1140x858 1
আর দেরি করেননি পরিবারের সদস‍্যরা। তড়িঘড়ি অভিনেত্রীকে ভর্তি করা হয় আলিপুরের উডল‍্যান্ডস হাসপাতালে। সেখানকার মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে তাঁকে। চলছে পরীক্ষা নিরীক্ষা। রক্তে সোডিয়াম পটাশিয়ামের মাত্রা কমে গিয়েছে বলে খবর।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি খুব একটা চিন্তাদায়ক নয়। দুর্বলতা একটু রয়েছে। চিকিৎসকরা ইসিজি করার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। আপাতত চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন অভিনেত্রী।

বাংলা ছবির স্বর্ণযুগের অন‍্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী মাধবী মুখোপাধ‍্যায়। খুব ছোট বয়স থেকেই অভিনয় শুরু করেছিলেন তিনি। সত‍্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহার মতো সে সময়কার তাবড় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন অভিনত্রী।

অভিনয় জগতে পা রাখার পর আসল নাম মাধুরী বদলে মাধবী রাখেন তিনি। বাইশে শ্রাবণ, চিরুলতা, মহানগর, কাপুরুষ, ছদ্মবেশী, গণদেবতা, স্ত্রীর পত্র, কড়ি দিয়ে কিনলাম এর মতো বহু ছবিতে কাজ করেছেন তিনি। পরবর্তীকালে বড়পর্দায় দেখা না গেলেও টুকটাক সিরিয়ালে কাজ করেছেন মাধবী মুখোপাধ‍্যায়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর