বাংলাহান্ট ডেস্ক: রূপ আর গুণের অনবদ্য মিশেল মধুবালা (Madhubala)। বলিউডের আনাকলি। তাঁর চোখের ইশারা, মুখের হাসি এখনো ঝড় তোলে বহু পুরুষের বুকে। তৎকালীন সময়ের সবথেকে দামী অভিনেত্রী, বলিউডের মেরিলিন মনরোর শেষ জীবনটা খুবই ট্র্যাজিক। দীর্ঘ রোগশয্যায় থাকার পর মৃত্যু হয় তাঁর। সেই মধুবালার বায়োপিক আসতে চলেছে বলিউডে।
প্রায় দু দশক বলিউডে কাটানোর পর মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত হন মধুবালা। ৬০ এরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। মধুবালার ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয়নি। আনারকলির বাস্তবের সেলিম অর্থাৎ দিলীপ কুমারের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন আজও বলিউডে একই রকম চর্চিত।
সিনেমার নায়িকার জীবনটাও ছিল সিনেমার মতোই। সেই কাহিনি এবার উঠে আসবে বড়পর্দায়। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বায়োপিকটি এখন প্রি প্রোডাকশনের স্তরে আছে। মধুবালা ভেঞ্চারস প্রাইভেট লিমিটেডের সঙ্গে হাত মিলিয়ে এক নামী প্রযোজনা সংস্থা ভার নিতে চলেছে ছবিটা বানানোর। সঙ্গে থাকছে ‘শক্তিমান ট্রিলজি’ প্রযোজক ব্রিউয়িং থটস প্রাইভেট লিমিটেড।
উল্লেখ্য, মধুবালা ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড এর মালকিন হলেন প্রয়াত অভিনেত্রীর ছোট বোন। সূত্রের খবর বলছে, মধুবালার বায়োপিক নিয়ে বেশ উত্তেজিত বলিপাড়া। ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালক থেকে অভিনেতা, অভিনেত্রীরা পর্যন্ত মুখিয়ে রয়েছেন এই ছবির অংশ হবেন বলে।
তবে ছবির চিত্রনাট্য এখনো লেখা হচ্ছে। তাই কোনো অভিনেতা অভিনেত্রীকেই এখনো পর্যন্ত নির্বাচন করা হয়নি। জানা যাচ্ছে, মধুবালার বায়োপিক করার স্বত্ব একমাত্র প্রয়াত অভিনেত্রীর পরিবারের কাছে রয়েছে। তাই পরিবারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অন্য কোনো পরিচালক প্রযোজকই মধুবালার উপরে ছবি বানাতে পারবেন না।
প্রয়াত অভিনেত্রীর ছোট বোন মধুর ব্রিজ ভূষণ জানান, তাঁ বহুদিনের স্বপ্ন ছিল প্রিয় দিদির জন্য কিছু করবেন। খুব কম সময়ের জন্য কিন্তু স্মরণীয় জীবন কাটিয়েছিলেন মধুবালা। তাঁর সব বোনেরা মিলে এই বায়োপিক তৈরির স্বপ্ন পূরণ করতে চলেছেন।