‘ওম-তোড়া’ জুটির কামব‍্যাক! রাজার সঙ্গে একই সিরিয়ালে ফিরতে চলেছেন মধুবনী? জল্পনা তুঙ্গে

বাংলাহান্ট ডেস্ক: সিরিয়াল (Serial) যে দর্শকদের শুধু বিনোদন দেয় তা কিন্তু নয়। অনেক সময়ে অনস্ক্রিন জুটিও বাস্তব জীবনে জুটি বাঁধেন। আর প্রিয় নায়ক নায়িকাকে বাস্তব জীবনে নায়ক নায়িকা হয়ে উঠতে দেখা নিঃসন্দেহে দর্শকদের কাছে একটা বড় উপহার। এমনি বাস্তব জীবনের জুটি হলেন রাজা গোস্বামী (Raja Goswami) এবং মধুবনী গোস্বামী (Madhubani Goswami)।

‘ভালবাসা ডট কম’এ প্রথম একসঙ্গে জুটি বেঁধেছিলেন দুজনে। সেই সিরিয়ালের সেট থেকেই প্রেম শুরু। তারপর বিয়ে, আর এখন এক সন্তানের বাবা মা রাজা মধুবনী। কেশব এসে তাঁদের জীবন পরিপূর্ণ করে তুলেছে। সোশ‍্যাল মিডিয়া, ইউটিউব ভ্লগে প্রায়ই তাঁদের ‘হ‍্যাপি ফ‍্যামিলি’ ফটো দেখা যায়।

Madhubani
তবে রাজা টেলিভিশনে নিয়মিত হলেও মধুবনীকে অনেক দিন হল কোনো সিরিয়ালে দেখা যায় না। উপরন্তু কেশব হওয়ার পর তার পেছনেই বেশিরভাগ সময়টা চলে যায় মধুবনীর। ছেলের জন‍্যই নিজেকে ব‍্যস্ত রাখেন তিনি। মাঝে অবশ‍্য বেশ কিছুদিন স্টার জলসার রিয়েলিটি শো ‘ইসমার্ট জোড়ি’তে দেখা গিয়েছিল রাজা মধুবনী দুজনকেই।

‘খড়কুটো’ সিরিয়ালে রূপাঞ্জনের চরিত্রে অভিনয় করতেন রাজা। সেই সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ার পর এখন ‘ধুলোকণা’ সিরিয়ালে চড়ুইয়ের বিপরীতে দেখা যাচ্ছে তাঁকে। এবার নতুন গুঞ্জন শোনা যাচ্ছে, মধুবনীও নাকি সিরিয়ালে কামব‍্যাক করছেন। তাও আবার ‘ধুলোকণা’ সিরিয়ালেই।

গুঞ্জন সত‍্যি হলে ধুলোকণায় লালনের চিকিৎসক রোহিতের বিদেশ নিবাসী মেয়ের চরিত্রে দেখা যাবে মধুবনীকে। চরিত্রটি অন‍্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেও মত দর্শকদের। কিন্তু আদৌ এই গুঞ্জন কতটা সত‍্যি নাকি স্রেফ রটনা তা এখনো স্পষ্ট নয়‌। সিরিয়ালের কর্তৃপক্ষের তরফেও এখনো কিছু জানানো হয়নি।

এর আগে মধুবনী জানিয়েছিলেন, তিনি কোনোদিনই উচ্চাকাঙ্খী নন। তিনি এই বেশ ভাল আছেন। কেশবের বেড়ে ওঠার কোনো মুহূর্তই তিনি মিস করতে চান না। তাই কাজে না ফিরলেও অবসাদ তাঁর মনে চেপে বসে না।

মধুবনী বলেন, কাজ করার একটা মূল কারণ হল অর্থনৈতিক। একথা অস্বীকার করা যায় না। কিন্তু মধুবনী জানান, তাঁর টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হয় না। তিনি কাজ না করলে ভাত জুটবে না, এমনটাও নয়। তাই স্বামী আর ছেলেকে নিয়ে সংসারের দিকেই মন দিতে চান তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর