৭ বছর পর সিরিয়ালে ফিরেই বিয়ের পিঁড়িতে, জীবনের দ্বিতীয় অধ্যায় শুরুর পথে ‘ঝিল’ মধুমিতা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : একদিকে নতুন সিরিয়াল, অন্যদিকে জীবনের নতুন অধ্যায়। দুয়ে মিলিয়ে চলতি বছরে পরপর চমক দিচ্ছেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। দীর্ঘ সাত বছর পর টেলিভিশনে ফিরছেন তিনি। তাও আবার এক নতুন ধরণের চরিত্রে। অন্যদিকে আর মাস কয়েক পরেই ব্যক্তিগত জীবনেও বড় পদক্ষেপ নিতে চলেছেন মধুমিতা (Madhumita Sarcar)। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। সব মিলিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী।

কয়েক মাস পরেই বিয়ে করছেন মধুমিতা (Madhumita Sarcar)

বিয়ের তারিখ এখনও ফাঁস করেননি মধুমিতা (Madhumita Sarcar)। তবে আর কয়েক মাস বাদেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। প্রথম বিয়েতে বিচ্ছেদের পর দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। মধুমিতা (Madhumita Sarcar) জানান, এখনও সেভাবে কিছুই প্রস্তুতি নিতে পারেননি তাঁরা। অনেক কাজ এগিয়ে রাখলেও কেনাকাটাই এখনও শুরু করতে পারেননি বলে জানান মধুমিতা (Madhumita Sarcar)।

Madhumita Sarcar opened up about her marriage

প্রস্তুতি কতটা এগিয়েছে: অভিনেত্রী বলেন, পুজোটা কেটে গেলেই কেনাকাটা শুরু করে দেবেন বলে আশা করছেন তিনি। নয়তো হাতে আর তেমন সময় পাবেন না। এদিকে নতুন সিরিয়ালের কারণে প্রথম দিকটায় ব্যস্ত থাকতে হবে মধুমিতাকে (Madhumita Sarcar)। অনেকটা সময় দিতে হবে সিরিয়ালে। তাই আপাতত নিজের জন্য সময় বের করতে পারছেন না তিনি। যদিও কিছুদিনের মধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু করে দেবেন বলে জানান মধুমিতা (Madhumita Sarcar)।

আরও পড়ুন : গত চারদিনে দাম বেড়েছে ৪০০ টাকা! মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ, সরকারের ঘাড়ে দোষ চাপাচ্ছেন ক্রেতারা

দীর্ঘদিন পর সিরিয়ালে কামব্যাক: স্টার জলসায় ‘ভোলেবাবা পার করেগা’ সিরিয়ালে দেখা যাবে মধুমিতাকে (Madhumita Sarcar)। এই সিরিয়ালের হাত ধরেই এতদিন পর ছোটপর্দায় ফিরছেন তিনি। এই সিরিয়ালের বিষয়ে মধুমিতা বলেন, এত বছর পর সিরিয়ালে ফিরে এই ধরণের চরিত্র পাওয়া একজন অভিনেত্রীর কাছে খুবই আনন্দের।

আরও পড়ুন : অযথা ঝুলিয়ে রাখা যাবে না জামিনের আবেদন, সময়সীমা বেঁধে দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের

তবে চরিত্রটির বিষয়ে মধুমিতা জানান, বাস্তবে তিনি একেবারেই এমন নন। তিনি রাগের বহিঃপ্রকাশ দেখান না। রেগে গেলে কথা বলা বন্ধ করে দেন। তাই পর্দায় ঝিলের চরিত্রটি ফুটিয়ে তোলা তাঁর কাছে মজার আবার চ্যালেঞ্জিংও। যদিও মধুমিতা জানান, তাঁর আর দেবমাল্যর সম্পর্কে এমন কোনও সময় আসেনি এখনও যেখানে এমন ভাবে তিনি রাগ দেখিয়েছেন।