বাংলাহান্ট ডেস্ক : টেলিভিশন থেকেই শুরু হয়েছিল মধুমিতা সরকারের কেরিয়ার। প্রথম থেকেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের নজর কেড়ে নিয়েছিলেন তিনি। বিশেষ করে ‘কেয়ার করি না’ এবং ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের (Serial) মাধ্যমে তাঁর জনপ্রিয়তা উঠেছিল চূড়ায়। সেই সিরিয়ালের হাত ধরেই বড়পর্দায় এন্ট্রি নিয়েছিলেন মধুমিতা। অবশেষে একটা লম্বা সময় পেরিয়ে ছোটপর্দায় ফিরছেন তিনি।
সিরিয়ালে (Serial) ফিরছেন মধুমিতা
দীর্ঘ সাত বছর পর আবারও স্টার জলসার পর্দায় দেখা যাবে মধুমিতাকে। ‘ভোলেবাবা পার করেগা’ সিরিয়ালে তাঁর চরিত্রের নাম ঝিল। তাঁর বাবা অত্যাচারী, মাও লোকের বাড়িতে কাজ করে। আর ঝিল ভক্ত ব়্যাপের। প্রোমোতেই তাঁর কণ্ঠে ব়্যাপ শুনে হতবাক দর্শকরা। কিন্তু এই ব়্যাপের পেছনে কতটা খাটতে হয়েছে মধুমিতাকে?
প্রথম বার ব়্যাপ মধুমিতার: এই প্রথম বার ব়্যাপ করতে শোনা যাবে মধুমিতাকে। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ব়্যাপ মুখস্থ করতে গিয়ে চোয়াল ব্যথা হয়ে গিয়েছে তাঁর। তাঁর কথায়, ‘আমি তো খুব বেশি সুরেলা নই। কী যে হবে!’ তিনি আরও জানান, ধারাবাহিকে (Serial) কাজ করলে অভিনয়ের চর্চা বজায় থাকে। তাই ফের টেলিভিশনে (Serial) ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুন : বাঁচবে দেড় ঘন্টা সময়, তারাপীঠ পর্যটনে আসবে জোয়ার, ৩০০০ কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্পে অনুমোদন রেলের
কী দেখা গিয়েছে সিরিয়ালে: এই প্রথম বার দেখা যাবে মধুমিতা-নীল জুটি। মুম্বই থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে সাচ মাস পর তিনিও ফিরছেন সিরিয়ালে (Serial)। নীলকে দেখা যাবে ডাক্তারের চরিত্রে। দুজনের প্রথমে বনিবনা না হলেও তারপর ঝিলই তাঁকে সাহায্য করে হাসপাতালে পৌঁছাতে।
আরও পড়ুন : জি বাংলায় মহিষাসুরমর্দিনী ইধিকা, দেবী দুর্গা শ্বেতা! কারা থাকছেন কোন দেবীর ভূমিকায়?
নীলের কথায়, প্রত্যেক জুটিই নিজেদের ভাগ্য নিয়েই আসে। তাই প্রতিযোগিতার প্রশ্ন নেই। অন্যদিকে প্রযোজক তথা চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় বলেন, এই সিরিয়ালে দর্শকরা এমন একটি গল্প দেখবেন যা খুবই পরিচিত। এবার টিআরপি তালিকায় কেমন প্রভাব ফেলে সিরিয়ালটি সেটাই দেখার।