বিবাহ বহির্ভূত সম্পর্কে সন্তান নেওয়ার মতো সাহস নেই, নুসরত-প্রসঙ্গে বক্তব‍্য মধুমিতার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মা হতে চলেছেন নুসরত জাহান (nusrat jahan), অথচ ‘স্বামী’ নিখিল জৈন জানিয়ে দিয়েছেন এই সন্তান তাঁর নয়। আপাতত গত এক মাস ধরে এটাই এখন ইন্ডাস্ট্রির ‘হট গসিপ’। বেবি বাম্প লুকোননি অভিনেত্রী সাংসদ। বরং ট্রোলারদের মুখে ঝামা ঘষে বেবি বাম্প নিয়েই দাপটে সঙ্গে শুটিং চালিয়ে যাচ্ছেন। ‘বিশেষ বন্ধু’ অভিনেতা যশ দাশগুপ্তর (yash dasgupta) সঙ্গেও দিব‍্যি মেলামেশা চালিয়ে যাচ্ছেন। তবে তাঁর ভাবী সন্তানের বাবা কে? তিনি কি সিঙ্গল মাদার হবেন? এসব প্রশ্নের উত্তরে মুখে কুলুপ এঁটেছেন নুসরত।

যশের সঙ্গে যেমন নুসরতের সম্পর্ক নিয়ে গুঞ্জন তুঙ্গে উঠেছে তেমনি আরো এক অভিনেত্রী আছেন যার সঙ্গেও যশের জুটি দেখার জন‍্য মুখিয়ে থাকেন দর্শকরা। তিনি মধুমিতা সরকার (madhumita sarkar)। ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের পাখি-অরণ‍্য জুটি এখনো ভুলতে পারেননি অনেকেই। যশের সঙ্গে আর কবে স্ক্রিন শেয়ার করবেন তা বলতে না পারলেও নুসরতের মা হওয়ার বিষয়ে মুখ খুলেছেন মধুমিতা।


অভিনেত্রী সাংসদের প্রশংসা করে মধুমিতা বলেন, নুসরত অত‍্যন্ত সাহসী মেয়ে। তবে এমন সাহসী পদক্ষেপ নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। কারণ সমাজের ছুঁৎমার্গে তাঁরও বিশ্বাস রয়েছে। মধুমিতার কথায়, নুসরত এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি যে তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে সন্তানসম্ভবা হয়েছেন নাকি তিনি সিঙ্গল মাদার হবেন, তাই এই বিষয়ে কোনো মন্তব‍্য করা তাঁর সাজে না। তবে মধুমিতার ব‍্যক্তিগত মতামত, বিবাহ বহির্ভূত সম্পর্কে সন্তান নেওয়ার মতো সাহস তাঁর নেই। কারণ এ সমাজ এখনো অতটা সাবালক হয়নি।

তবে যদি কখনো তিনি অন্তঃসত্ত্বা হন তবে তিনি তাঁর ভাবী সন্তানের বাবার নামও অবশ‍্যই জানাবেন। নিজের সাহসিকতার জন‍্য সন্তানের ক্ষতি তিনি চাইবেন না। অভিনেত্রী আরো বলেন, তিনি যদি মা হন তবে সেই বিয়েতে যতই সমস‍্যা হোক না কেন কখনোই বেরিয়ে আসবেন না। কারণ সন্তানের মা বাবা দুজনের ভালবাসাই দরকার।

সম্পর্কিত খবর

X