হট পোশাকে চুঁইয়ে পড়ছে উষ্ণতা, আবেদনময়ী অবতারে ধরা দিলেন মধুমিতা, দেখুন ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দার বেশ জনপ্রিয় নাম ইমন বা পাখী। তাঁকে চেনেন অনেকেই। ধারাবাহিকে এই দুই চরিত্রই বেশ জনপ্রিয় হয়েছিল। সৌজন্যে, মধুমিতা সরকার (madhumita sarkar)। বাংলা টেলিভিশন জগতে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন তিনি।

এতদিনে রীতিমতো পরিচিত মুখ হয়ে উঠেছেন মধুমিতা। কিছুদিন হল টেলিজগতের গণ্ডি পেরিয়ে বড়পর্দায় পা রেখেছেন তিনি। পাশাপাশি নিজের সেই চেনা-পরিচিত ইমেজটাও ঝেড়ে ফেলার চেষ্টা চালাচ্ছেন।

তবে অভিনয়ের পাশাপাশি ফটোশুট করতেও বেশ পছন্দ করেন মধুমিতা। সে কোথাও ঘুরতে গিয়েই হোক বা নিছক কোনো অনুষ্ঠানের জন‍্য, বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলতে বরাবরই বেশ ভালবাসেন অভিনেত্রী। তাঁর ইনস্টা হ‍্যান্ডেলে উঁকি দিলেই দিব‍্যি বোঝা যাবে তা।

https://www.instagram.com/p/CFGph4PJULN/?igshid=hvw6jbq8izq4

কিছু দিন আগেই কয়েকটি ফটোশুট করেছেন মধুমিতা। কালো পোশাকে রীতিমতো মোহময়ী দেখাচ্ছিল তাঁকে। সেই সঙ্গে নিজের প্রথম ট‍্যাটুর এক ঝলকও অনুরাগীদের দেখিয়েছিলেন তিনি। তারকা ফটোগ্রাফার তথাগত ঘোষের ক‍্যামেরাবন্দি হন মধুমিতা। ফটোশুটের ছবিগুলি রীতিমতো ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়।

https://www.instagram.com/p/CEny2kXpUQe/?igshid=1mi23p15xoy26

 

কিছুদিন আগেই সোশ‍্যাল মিডিয়ায় একটি টিজার ভিডিও শেয়ার করেছিলেন মধুমিতা। কথা দিয়েছিলেন খুব শীঘ্রই ভিডিওটি নিয়ে হাজির হবেন। কথা মতো রবিবার নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি নতুন ফটোশুটের ভিডিও শেয়ার করেন তিনি।

https://www.instagram.com/p/CE3R_p_J4Fg/?igshid=pman9b646d9

 

সোনালি সরু স্ট্র‍্যাপের পোশাকের সঙ্গে ফারের জ‍্যাকেট এবং মানানসই মেকআপ। মধুমিতার মোহময়ী রূপ দেখে চোখ ফেরানো মুশকিল। ইতিমধ‍্যেই ২৪ হাজার লাইক ছাড়িয়ে গিয়েছে এই ভিডিওতে। এছাড়াও ওই ফটোশুটের আরও একটি ছবিও শেয়ার করেছেন তিনি‌।

https://www.instagram.com/p/CFoX0dAJ5_n/?igshid=rm79sjpreaec

কয়েকদিন আগেই চরম মোহময়ী রূপে ধরা দিয়েছিলেন মধুমিতা। সাদা ক্রপ টপ, প‍্যান্টে ক‍্যামেরাবন্দি হয়েছিলেন তিনি। উন্মুক্ত নাভিতেই উষ্ণতার পারদ চড়াচ্ছেন অভিনেত্রী। কখনো উজ্জ্বল হাসিমুখে আবার কখনো আবেদনময়ী অবতারে ক‍্যামেরায় ধরা দিয়েছেন মধুমিতা। সেকেন্ডে সেকেন্ডে বাড়ছে ছবিতে লাইক শেয়ারের সংখ‍্যা।

https://www.instagram.com/p/CFlmXuEp8Sx/?igshid=qchbs0zm1uh1

সম্প্রতি বড়পর্দায় অভিষেক করেছেন মধুমিতা। বর্তমানে ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। এছাড়া সম্প্রতি পরিচালক কমলেশ্বর মুখোপাধ‍্যায়ের মহালয়াতে দেখা গিয়েছে তাঁকে। সীতার ভূমিকায় ছোটপর্দার জনপ্রিয় মুখ মধুমিতা সরকারকে নির্বাচন করেন পরিচালক। জনপ্রিয় বাংলা চ‍্যানেল স্টার জলসায় দেখা যায় এই মহালয়া।

https://www.instagram.com/p/CFcGA8eJ8y-/?igshid=n98zf153rd9t

 

ওয়েব সিরিজে ফের সব‍্যসাচী পুত্র অর্জুন চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধছেন মধুমিতা। ওয়েব সিরিজের নাম দেবদাস ও একটি খুনের গল্প। অর্জুন ও মধুমিতা ছাড়াও এই সিরিজে দেখা মিলবে রাইমা সেনের।

X