দক্ষিণী ছবিতে পা রাখার আগেই পরিবারে নতুন সদস‍্য, নিজের মেয়ের প্রথম ছবি প্রকাশ‍্যে আনলেন মধুমিতা

বাংলাহান্ট ডেস্ক: ভীষণ ব‍্যস্ত অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarkar)। টলিউডের দর্শকদের মুগ্ধ করার পর এবার দক্ষিণ ভারতে পাড়ি দিয়েছেন তিনি। দক্ষিণী ছবিতে অভিষেক করছেন মধুমিতা। শুটিং এর ফাঁকেই সুখবর দিয়েছেন তিনি। নিজের মেয়ের সঙ্গে পরিচয় করিয়েছেন মধুমিতা।

তিনি বিবাহ বিচ্ছিন্না। এখন কারোর সঙ্গে সম্পর্কে আছেন কিনা সে বিষয়েও কিছুই জানা যায়নি। তাহলে মেয়ে কোথা থেকে এল মধুমিতার? এ কেমন সারপ্রাইজ অনুরাগীদের জন‍্য? দক্ষিণ ভারতে গিয়ে কি সন্তান দত্তক নিলেন নাকি অভিনেত্রী?

IMG 20220531 011028
নাহ, তাঁর মেয়ে আদৌ রক্তমাংসের মানুষ নয়। এমনকি চারপেয়ে সন্তানও নয়। একটি হলুদ রঙের হাঁসের মুখওয়ালা বস্তুর সঙ্গে ছবি তুলেছেন মধুমিতা। সেটি কোনো খেলনা নাকি সুদৃশ‍্য বোতল তা জানান জানাননি তিনি। শুধু বস্তুটিকে নিজের মেয়ে ‘কুশি’ বলে পরিচয় করিয়ে দিয়েছেন সকলের সঙ্গে।

সেলফিতে নিজেও হাঁসের মতো মুখ করে পাউট করেছেন মধুমিতা। কমেন্টে ঋতাভরী চক্রবর্তী লিখেছেন, ‘ওলে বাবা লে! তোর মতোই মিষ্টি!’ নেটিজেনরা কুশিকে দেখে হেসে গড়াগড়ি খাচ্ছেন। কেউ প্রশ্ন করেছেন, মধুমিতা যদি কুশির মা হন, তাহলে বাবা কে?

আপাতত হায়দ্রাবাদে রয়েছেন মধুমিতা। চলছে নতুন ভাষা শেখার কাজ। সূত্রের খবর, ইতিমধ‍্যেই নতুন ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। কিছুটা অংশের শুট সেরেও ফেলেছেন মধুমিতা। ব‍্যস্ত শিডিউল থেকে সময় বের করেই নতুন ভাষা শিখতে হচ্ছে তাঁকে।

না, এখনো এই নতুন সফরের ব‍্যাপারে কোনো মন্তব‍্য করতে চাননি মধুমিতা। তবে সূত্রের খবর বলছে, নতুন ছবিতে অভিনেত্রীর বিপরীতে রয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেতা। তবে তাঁর নাম এখনো প্রকাশ‍্যে আসেনি।

https://www.instagram.com/p/CeJYgopp3oI/?igshid=YmMyMTA2M2Y=

বাংলায় শেষ বার তাঁকে দেখা গিয়েছিল ‘উত্তরণ’ ওয়েব সিরিজে। আগামীতে ‘কুলের আচার’ ছবিতে মুখ‍্য চরিত্রে অভিনয় করবেন মধুমিতা। তাঁর বিপরীতে রয়েছেন বিক্রম চট্টোপাধ‍্যায়। এছাড়াও থাকছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। মধুমিতার জাঁদরেল শাশুড়ি মার চরিত্রে দেখা যাবে তাঁকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর