অন‍্য কারোর ভালবাসার জন‍্য অপেক্ষা নয়, নববর্ষের জন‍্য ‘হটকে’ রেজোলিউশন মধুমিতার

বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দা থেকে বড়পর্দায় পা রেখেই ঝড়ের গতিতে সাফল‍্যের দিকে এগোচ্ছেন মধুমিতা সরকার (madhumita sarkar)। গত বছরের খ্রিস্টমাসেই মুক্তি পেয়েছে তাঁর দ্বিতীয় ছবি ‘চিনি’। সেই সঙ্গে পাল্লা দিয়ে ফটোশুট করে জিতে চলেছেন অনুরাগীদের মন।

সোশ‍্যাল মিডিয়ায় চিরদিনই সক্রিয় থাকেন মধুমিতা। তবে ইদানিং সেই মাত্রাটা আরো বেড়েছে। সম্প্রতি মধুমিতার একটি ফটোশুটের ভিডিওতে লাইক করেছেন বরুন ধাওয়ানও। সব মিলিয়ে বেশ চর্চার মধ‍্যেই রয়েছেন অভিনেত্রী।

IMG 20210415 201624
এবার ভিডিওর মাধ‍্যমেই অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানালেন মধুমিতা। তবে একটু অন‍্য রকম ভাবে। ইংরেজি গানের সঙ্গে লিপ সিঙ্ক করে তিনি বললেন, অন‍্য কারোর ভালবাসার জন‍্য অপেক্ষা করো না। যখন নিজেই রানী তখন রাজপুত্রের কি দরকার?

https://www.instagram.com/p/CNpaEreJZiQ/?igshid=1bju3x6j1dm2y

কালো প‍্যান্ট সুটের মাঝে উঁকি দিচ্ছে স্বচ্ছ কালো অন্তর্বাস। এই লুকে আগেই ফটোশুট করেছিলেন মধুমিতা। ভিডিওতেও এই পোশাকেই দেখা গেল অভিনেত্রীকে। ভিডিওতে তিনি লিখেছেন, এটাই তাঁর রেজোলিউশন। এই ভিডিও দেখে মধুমিতার অনুরাগীদের প্রশ্ন, তবে কি আর প্রেমে না পড়ার সিদ্ধান্তই নিলেন তিনি?

https://www.instagram.com/p/CNmFoyEJH-8/?igshid=8gon312q39ab

সম্প্রতি মধুমিতার একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। একটি র‍্যাপ গানের সঙ্গে লিপসিঙ্ক করতে দেখা গিয়েছে মধুমিতাকে। তবে নজর কেড়েছে অভিনেত্রীর পোস্টের ক‍্যাপশনটি। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘এই তো আমার দেশ, মুখ খুললেই শেষ’।

তবে কি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিকে কটাক্ষ করেই এই পোস্ট ও ক‍্যাপশন মধুমিতার? না, আসলে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে মধুমিতার আগামী ছবি ‘ট‍্যাংরা ব্লুজ’। কলকাতার বস্তি এলাকায় গড়ে ওঠা একটি মিউজিক ব‍্যান্ডকে কেন্দ্র করেই ছবির গল্প। সেই ছবির প্রমোশনের জন‍্যই এই ভিডিও শেয়ার করেছেন মধুমিতা।

Niranjana Nag

সম্পর্কিত খবর