দাম্পত‍্যের ২২ বছর, দু দশকের স্মরণীয় মুহূর্ত শেয়ার করলেন মাধুরী

বাংলাহান্ট ডেস্ক: নয়ের দশক থেকে হালের একুশের দশক, অভিনয় জগতে দাপিয়ে বেড়িয়েছেন মাধুরী দীক্ষিত নেনে (Madhuri Dixit Nene)। তিনি যেন ‘এভারগ্রিন বিউটি’। বড় পর্দা হোক বা টেলিদুনিয়া সব জায়গাতেই তাঁর অবাধ বিচরণ। এখনও তাঁর হাসির ছটায় কাবু তরুণ থেকে প্রৌঢ় সকলেই। তবে যে মানুষটাকে তিনি মন দিয়েছেন তাঁর সঙ্গেই কাটিয়ে ফেললেন ২২ টা বছর।

১৯৯৯ সালে ডঃ শ্রীরাম নেনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মাধুরী। এদিন বিবাহ বার্ষিকী উপলক্ষে ২২ বছরের সফরের একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। দু দশকের বিভিন্ন স্মৃতি ভিডিওতে শেয়ার করেছেন তিনি। মাধুরী ও শ্রীরামের বিয়ের ছবি থেকে শুরু করে সন্তানদের ছোটবেলার ছবিও দেখা গিয়েছে ভিডিওতে।

Dpspv9BUUAAQvSz
কেরিয়ারের শীর্ষে থাকাকালীন শ্রীরাম নেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাধুরী। ক‍্যালিফোর্নিয়ায় একটা সার্জন তিনি। ২২ বছর আগে গোপনে বিয়ে সেরেছিলেন দুজনে। এরপর দীর্ঘ সময় ধরে বলিউড থেকে দূরে ছিলেন মাধুরী।

একবার সাক্ষাৎকারে শ্রীরাম জানিয়েছিলেন, তাঁরা দুজনেই মারাঠি এবং মধ‍্যবিত্ত পরিবারে বড় হয়ে উঠেছেন। নিজের পড়াশোনা শেষ করার পরেই অভিনয় জগতে পা রেখেছিলেন মাধুরী। সন্তানদের সুন্দর শিক্ষা দেওয়ার জন‍্য স্ত্রীকে কৃতিত্বও দিয়েছিলেন শ্রীরাম নেনে।

বিবাহ বার্ষিকীর দিনে গোটা বলিউড ইন্ডাস্ট্রি থেকে আসা শুভেচ্ছা বার্তায় ভেসেছেন মাধুরী ও শ্রীরাম। অসংখ‍্য অনুরাগীদের পাশাপাশি বলিউডের সতীর্থরাও শুভেচ্ছা জানিয়েছেন এই জুটিকে। উল্লেখ‍্য, শ্রীরাম ও মাধুরীর দুই ছেলেও আছে, আরিন ও রায়ান।

Niranjana Nag

সম্পর্কিত খবর