বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই বিগ বসের ঘরে নিজের ছোটবেলার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন প্রতিযোগী রেশমি দেশাই। একটা সময় অবসাদে ভুগে বিষ খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি। এমনটাই জানিয়েছিলেন রেশমি। ফের আরেক প্রতিযোগী মুখ খুললেন নিজের ছোটবেলার অভিজ্ঞতা নিয়ে। নিজের বাড়িতেই শ্লীলতাহানির স্বীকার হয়েছিলেন বলে জানান মধুরিমা তুলি।
সেই সময় নয় কি দশ বছর বয়স ছিল মধুরিমার। সেই ছোট্ট বয়সেই এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। নিজের সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, “যে ব্যক্তি আমার শ্লীলতাহানি করতেন তিনি আমার গৃহশিক্ষক। আমি আর আমার ভাই একইসঙ্গে ওর কাছে পড়তাম। অনেকবার উনি আমাকে অশালীন ভাবে স্পর্শ করার চেষ্টা করেছেন। শুধু ভাই থাকত বলেই কিছুটা গুটিয়ে রাখত নিজেকে। বেশ কিছুদিন এমন ভাবে চলার পর আমি আমার বাবা-মাকে পুরো বিষয়টা জানাই।”
Team #Chhapaak se gharwalon ne share ki apni kuch painful stories.
Watch this tonight at 9 PM.Anytime on @justvoot @Vivo_India @BeingSalmanKhan @deepikapadukone @masseysahib @TheLaxmiAgarwal #BiggBoss13 #BiggBoss #BB13 #SalmanKhan pic.twitter.com/kbeggzaA8x
— Bigg Boss (@BiggBoss) January 11, 2020
মধুরিমা জানান, বাবা-মা বিশ্বাস করেছিলেন তাঁর কথা। কিন্তু সেই ঘটনার এতটাই প্রভাব পড়েছিল তাঁর ওপর যে পড়াশোনায় মন বসাতে পারতেন না তিনি। শিক্ষকরা ভাবতেন তিনি ইচ্ছা করে পড়ছেন না। এই অবস্থা থেকে বেরোনোর জন্য তাঁরা সপরিবারে ওড়িশা থেকে দেরাদুনে চলে যান। সেখানে গিয়ে নতুন করে জীবন শুরু করেন মধুরিমা।
কিছুদিন আগেই বিগ বসের ঘরে এসেছিলেন অ্যাসিড অ্যাটাক সারভাইভার লক্ষ্মী আগরওয়াল। দীপিকা পাডুকোনের ‘ছপক’ ছবিটি তাঁরই জীবন সংগ্রামের ওপর ভিত্তি করে তৈরি। বিগ বসের ঘরে তাঁর লড়াইয়ের কথা শুনতে শুনতে অনেক প্রতিযোগীই নিজেদের অভিজ্ঞতার কথা প্রকাশ করেন।