মধ্যপ্রদেশে গেরুয়া ঝড়ে টিকবে না ইন্ডিয়া জোট! বিপুল আসন নিয়ে ফিরছে বিজেপি, ইঙ্গিত সমীক্ষায়

বাংলা হান্ট ডেস্ক: সামনেই পাঁচ রাজ্যে ভোট। আগামী ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ভোটগ্রহণ। শাসক বিজেপি (BJP) এবং বিরোধী কংগ্রেস (Congress) সেখানে ঝোড়ো প্রচার চালাচ্ছে। কিন্তু কী হতে চলেছে ওই রাজ্যে, মানুষের মন কোন দিকে? তা জানতে ‘পোল স্টার্স ইন্ডিয়া’ নামে একটি সংস্থা সাম্প্রতিককালে একটি জনমত সমীক্ষা (Opinion Poll) করে।

কী বলছে সেই সমীক্ষা? ‘পোল স্টার্স ইন্ডিয়া’র মতে, ২৩০ বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভায়, ১২৪টি আসন নিয়ে ফের ক্ষমতায় আসতে পারে বিজেপি। অন্যদিকে, ৯৭টি আসন পেতে পারে কংগ্রেস। এমনকী, এই সমীক্ষার মতে মহিলাদের ভোট ( Women Vote) বেশিরভাগটাই বিজেপিতে যাবে বলে মনে করা হচ্ছে। মহিলাদের ক্ষেত্রে কংগ্রেসের থেকে ২০ শতাংশ বেশি ভোট পাবে বিজেপি।

শুধু তাই নয় ওবিসি এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যেও বিজেপি এগিয়ে রয়েছে। অন্যদিকে, শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) পারফরম্যান্স দুর্দান্ত বলেছেন ৪১ শতাংশ মানুষ, ৩৬ শতাংশ মানুষ বলেছেন তাঁর কাজ সন্তোষজনক।

এই সমীক্ষা অনুযায়ী, বিজেপি ৪৪.৭ শতাংশ ভোট পেতে পারে। অন্যদিকে, হাত-শিবির পেতে পারে ৩৯.৪ শতাংশ ভোট। অর্থাৎ, বিজেপির ভোট ৩.১ শতাংশ বাড়তে পারে, কংগ্রেসের ভোট কমতে পারে ২.১ শতাংশ।

bjp congress 2

পাশাপাশি ৩১ শতাংশ মানুষ বলেছেন বিজেপির জনকল্যাণমূলক প্রকল্পগুলি একটি গেম চেঞ্জার (Game Changer) হিসেবে প্রমাণিত হবে। ৩৪ শতাংশ বলেছেন, যে এই প্রকল্পগুলির প্রভাব পড়বে।

উল্লেখ্য, এই সমীক্ষাটি করা হয়েছে ৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে। প্রায় ৩৫ হাজার ২৬৮ জন মানুষের সঙ্গে কথা বলে এই সমীক্ষার ফল বের করা হয়েছে। এই ফল ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রদেশে ফের বিজেপি সরকার গঠন করতে চলেছে। গেরুয়া ঝড়ে কার্যত সাফ হতে চলেছে কংগ্রেস।

Monojit

সম্পর্কিত খবর