১৯ নভেম্বর! ভয়ঙ্কর বিপদ ভারতের, মৃত্যু হবে শতশত মানুষের! কীভাবে? জানাল খলিস্তানি জঙ্গি

বাংলায় হান্ট: বিশ্বকাপ ফাইনালের দিন, ১৯ নভেম্বর ভারতবাসীর জন্য ভয়ঙ্কর হতে চলেছে! এমনই হুঁশিয়ারি দিলেন খলিস্তানি নেতা গুরুপতবন্ত সিং পান্নুন (Gurpatwant Singh Pannun)। সম্প্রতি একটি ভিডিও (Video) প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে ১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ার (Air India) মাধ্যমে ভ্রমণের পরিকল্পনা করা ব্যক্তিদের জীবন বিপদে পড়বে।

পান্নুন ওই ভিডিওতে বলেছে, ‘আমরা শিখ (Sikh) সম্প্রদায়ের মানুষকে বলতে চাই ১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ার মাধ্যমে যাতায়াত করবেন না। না হলে আপনার জীবন সংশয় হতে পারে। ওই দিন বিশ্বব্যাপী অবরোধ থাকবে।’

পান্নুদের দাবি, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (Indira Gandhi International Airport) আগামী ১৯ নভেম্বর বন্ধ থাকবে এবং এর নাম পরিবর্তন করা হবে। খলিস্তানি সন্ত্রাসী (Khalistani Terrorist) আরও একটি বিষয় উল্লেখ করেছে, যেখানে বলা হয়েছে, ওই দিন ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ রয়েছে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর শিখস ফর জাস্টিসের প্রধান পান্নুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) হুঁশিয়ারি দিয়েছিল। বলেছিল, ‘ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ থেকে শিক্ষা নিন, ভারতও একই সমস্যায় ভুগবে।’

pannunn

উল্লেখ্য, পাঞ্জাবে জন্মগ্রহণ করা পান্নুন গত ২০১৯ সাল থেকে এনআইএ-এর স্ক্যানারে রয়েছে। বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জঙ্গিমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকী, ভারতের বিভিন্ন অংশে ভয় এবং সন্ত্রাস ছড়ানোরও অভিযোগ রয়েছে পান্নুনের বিরুদ্ধে। আর এবার ভিডিও বার্তায় কার্যত হুমকি দিল এই জঙ্গি। ১৯ নভেম্বর অনেক মানুষের প্রাণ সংশয় হতে পারে বলে আগাম সতর্কতা দিল পান্নুন।


Avatar
Monojit

সম্পর্কিত খবর