বাংলাহান্ট ডেস্কঃ বাতিল হচ্ছে না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা- স্পষ্ট জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (bratya basu)। করোনার প্রথম পর্ব থেকেই বন্ধ রয়েছে স্কুল কলেজ। মাঝে খুব অল্প সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে বিদ্যালয় শুরু করা হলেও, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই তা বন্ধ করে দেওয়া হয়।
২০২০ সালে করোনার প্রথম পর্ব দাপট দেখানোর আগে মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত হয়ে গেলেও, করোনার প্রকোপ বাড়তেই মাঝপথে থামিয়ে দিতে হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিতের পথে এগোতেই, সরকার সিদ্ধান্ত নেয় পূর্বেকার নম্বরের ভিত্তিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
গতবছরটা কোনরকমে কেটে গেলেও, স্বাভাবিক ভাবে স্কুল কলেজ খোলার আগেই আবারও বছর ঘুরে করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিয়ে উঠল। এই পরিস্থিতিতে আবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ঘনিয়ে আসায়, এবারও চিন্তায় পড়ে যায় শিক্ষকমহল থেকে ছাত্রছাত্রীরা। এই করোনা আবহে আদৌও পরীক্ষা নেওয়া হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়।
বৃহস্পতিবার নতুন করে শিক্ষামন্ত্রী হিসেবে প্রথমবার সাংবাদিক বৈঠক করলেন ব্রাত্য বসু। সেখানে তিনি জানালেন, ‘মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবেই। তবে এই সংক্রমণের মাত্রা কমলেই, এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কতগুলো আপতকালীন ব্যবস্থা গ্রহণ করেছেন এবং যার জেরে সংক্রমণের মাত্রাও কমেছে। আমরা আশাবাদী, দিনে দিনে সংক্রমণ আরও কমবে’।
বর্তমান সময়ে করোনা আবহে মিড ডে মিল পরিষেবা চালু রেখেই সমস্ত সরকারি এবং বেশ কিছু বেসরকারি স্কুলগুলোকে সেফ হোম হিসেবে ঘোষণা করেছিল রাজ্য। এই পরিস্থিতিতে একাধারে সেফ হোম চালু রাখার পাশাপাশি কিভাবে মিড ডে মিল পরিষেবাও চালু রাখা যায়, সেবিষয়েও আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী।