বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে ২০২৬ মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। আর এই পরীক্ষায় যদি জেলা পরিষদ (ডিআই) বা বিদ্যালয় পরিদর্শকদের (এসআই) সন্তানরা পরীক্ষায় বসে তাহলে সংশ্লিষ্ট ডি আই ও এসআইরা পরীক্ষার ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এমনটাই মনে করিয়ে দিয়ে শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।
সন্তান মাধ্যমিক দিলে দায়িত্বে নিষেধ ডিআই-এসআইদের (Madhyamik Exam)
এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোন কোন ডি আই এস আইয়ের সন্তান মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam) বসেছেন। সেই বিষয়ে পর্ষদকে জানাতে হবে। এছাড়া মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, ডি আই ও এসআই দের সন্তানদের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) দিলে তারা পরীক্ষা ব্যবস্থা সঙ্গে জড়িত থাকতে পারবেন না।
আরও পড়ুন: ওষুধ নয়, রোজের ডায়েটেই সমাধান! ফ্যাটি লিভার দূরে রাখবে এই কার্যকর সুপারফুডগুলো
এক্ষেত্রে সাধারণত তারা পর্ষদ এ জানিয়ে পরীক্ষার ব্যবস্থা থেকে সরে দাঁড়ান। কিন্তু গত বছর অনভিপ্রেত ঘটনা ঘটার ফলে এই বিজ্ঞপ্তি দিতে বাধ্য হয়েছেন পর্ষদ।
প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষা আয়োজনে ডি আই, এসআইদের দায়িত্ব গুরুত্বপূর্ণ। মূলত তাদের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হয়। এবার তাদের সন্তানরা মাধ্যমিকে বসলে প্রশ্নপত্রের গোপনীয়তা ও পরীক্ষার স্বচ্ছতা নিয়ে একটি বড় প্রশ্ন থেকে যায়।
কিন্তু গত বছর মালদহের বি আই এর ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। কিন্তু তিনি তথ্যটি গোপন রেখেছিলেন। চারটে বিষয়ে পরীক্ষা হয়ে যাওয়ার পর এই বিষয়টি প্রকাশ্যে আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বিয়াইকে পরীক্ষার ব্যবস্থার থেকে সরিয়ে দেয় পর্ষদ। তাই এই বছর যাতে এরকম অবস্থায় না পড়তে হয় তাই আগের থেকে আগাম বিজ্ঞপ্তি জারি করা হল (Madhyamik Exam)।