শিক্ষার্থীদের জন্য জরুরি খবর, মাধ্যমিক পরীক্ষায় নতুন নির্দেশিকা জারি পর্ষদের

Published on:

Published on:

Madhyamik Exam important announcement regarding board issues new guidelines

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের যারা মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) দেবে তাদের জন্য বড় আপডেট। ২০২৬ সালের পরীক্ষার্থীদের জন্য পর্ষদের তরফ থেকে পোর্টাল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি রেজিস্ট্রেশনের সময় কোন ভুল বা অসঙ্গতি ধরা পড়ে। সে ক্ষেত্র পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন পড়ুয়ারা।

পর্ষদ জারি করল মাধ্যমিক পরীক্ষার নতুন নিয়ম (Madhyamik Exam)

২০২৬ চালের মাধ্যমিক (Madhyamik Exam) পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হল। রেজিস্ট্রেশন এর সময় জমা দেওয়া তথ্য যাচাই করার সুযোগ পাবে পড়ুয়ারা। পর্ষদের তরফ থেকে https://students.wbbsedata.com, পোর্টাল চালু করল মধ্যশিক্ষা পর্ষদ। এই পোর্টালটি খোলা থাকবে ১৮ই সেপ্টেম্বর ২০২৫ থেকে ২৫শে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

প্রসঙ্গত, পড়ুয়াদের জীবনের বড় পরীক্ষা হয় মাধ্যমিক পরীক্ষা। আর এই পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যায় নাইন থেকে। নির্দিষ্ট সময় নিজের নাম, অভিভাবকের নাম ও জন্ম তারিখ জানিয়ে বিদ্যালয় থেকে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট সংগ্রহ করতে হয় ছাত্র-ছাত্রীদের। আর একবার সেই তথ্য জমা দেওয়ার পর এর আগে সংশোধনের আর কোন সুযোগ থাকত না। কিন্তু গত বছর মাধ্যমিক পরীক্ষার শুরুর মাত্র দুদিন আগেও আদালতে নির্দেশে রীতিমতো জরিমানা দিয়ে পড়ুয়াদের রেজিস্ট্রেশন এর ভুল সংশোধন করতে হয়েছে।

 Madhyamik Exam important announcement regarding board issues new guidelines

আরও পড়ুন: শরীর ফিট, ভুঁড়ি ফ্ল্যাট! রোজ সকালে প্রাতরাশে খান এই ৩ ম্যাজিক ড্রিঙ্কস, পুষ্টিবিদদের মতামত

তাই এই চলতি বছর অর্থাৎ ২০২৫ রেজিস্ট্রেশনে ভুল সংশোধনের জন্য বিদ্যালয়গুলিকে পাঁচবার সুযোগ দেওয়া হয়েছে। কারণ ২০২৬ সালে মাধ্যমিকের আগে আর কোন ধরনের ঝুঁকি নিতে নারাজ মধ্যশিক্ষা পর্ষদ। তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চালু করা হল এই পোর্টাল।

জানা যায়, যদি কোন ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন ভুল থাকে তাহলে সেই পোটালে গিয়ে অনলাইনের মাধ্যমে পড়ুয়ারা আবেদন সংশোধন করতে পারবে। এছাড়াও পোটালে কোন আবেদন জমা পরলে সক্রিয়ভাবে তার সংশ্লিষ্ট স্কুলের ড্যাশবোর্ড এ পৌঁছে যাবে। এর ফল স্বরূপ প্রমাণ সংগ্রহ করে পর্ষদের কাছে জমা দেবে সেই স্কুল (Madhyamik Exam)।