বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। যেহেতু বিধানসভা নির্বাচন আর কয়েক মাস পরেই শুরু হবে। তাই চলতি বছর মাধ্যমিক পরীক্ষা এক সপ্তাহ আগে এগিয়ে আনা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই পরীক্ষা। যা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এই আবহে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছরের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে ২০ জানুয়ারি থেকে।
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে মিলবে? পর্ষদের জরুরি বিজ্ঞপ্তি (Madhyamik Exam)
বুধবার পর্ষদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট (Madhyamik Exam) কার্ড বিতরণের দিন ঘোষনা করা হয়েছে। পাশাপাশি নিয়মাবলী সম্মলিত একটি বিজ্ঞপ্তি ও প্রকাশ করা হয়েছে। এছাড়া রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের উৎকণ্ঠা কমানোর জন্য পর্ষদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কবে, কীভাবে, কোথার থেকে এই কার্ড সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন: ধর্মীয় পর্যটনে গতি আনতে বড় পরিকল্পনা কেন্দ্রের, রোপওয়ে ও সুড়ঙ্গপথে বদলাবে কেদারযাত্রা
পর্ষদের সূত্রের খবর অনুযায়ী, চলতি বছরে এখনো পর্যন্ত পরীক্ষায় বসার জন্য প্রায় ১০ লক্ষ্যের কাছাকাছি পড়ুয়ার নাম নথিভূক্ত করেছে। আগামী ২০ জানুয়ারি ২০২৬ থেকে পরীক্ষার কার্ড গুলো বিতরণ শুরু হবে । ওইদিন সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নির্দিষ্ট ক্যাম্প অফিস গুলো খোলা থাকবে। এই সময়ের মধ্যেই সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করতে হবে। এই পরীক্ষা যেহেতু পরীক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, তাই এই তারিখটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে মনে রাখা প্রয়োজন।
পাশাপাশি আজ অ্যাডমিট কার্ড দেওয়ার তারিখ ঘোষণা করার সঙ্গে সঙ্গে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১০:৪৫ মিনিট থেকে। যা শেষ হবে দুপুর ২ টো। প্রথম ১৫ মিনিট অর্থাৎ সকাল ১০:৪৫ মিনিট থেকে ১১ টা পর্যন্ত পরীক্ষার্থীরা প্রশ্নপত্র দেখার সুযোগ পাবে। তবে উত্তর লেখায় শুরু করতে হবে সকাল ১১ টা থেকে।
ইতিমধ্যে পর্ষদের তরফ থেকে ইতিমধ্যে পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। তবে সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন পরীক্ষা কবে হবে, তা পরে জানানো হবে। কিন্তু প্রথম ভাষার পরীক্ষার ক্ষেত্রে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরও ১১টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় ভাষা হিসেবে পরীক্ষার্থীরা ইংরেজি, বাংলা এবং নেপালি ভাষার মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবে। এছাড়া মিউজ়িক, ভোক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টাল পরীক্ষা নেওয়া হবে দু’ঘণ্টা ১৫ মিনিট ধরে। কম্পিউটার অ্যাপ্লিকেশন-এর থিয়োরি পরীক্ষা হবে দু’ঘন্টা ৪৫ মিনিট ধরে। এছাড়াও ভোকেশনাল বিষয়ের ক্ষেত্রে নির্ধারিত সময় ১ ঘণ্টা ৪৫ মিনিট (Madhyamik Exam)।












