আগামী বছর মাধ্যমিক শুরু কবে থেকে? ফল প্রকাশের পরেই দিনক্ষণ জানাল মধ্যশিক্ষা পর্ষদ

বাংলাহান্ট ডেস্ক : আজ প্রকাশিত হল ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Pariksha) ফলাফল (Result)। আর আজকেই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হল। আগামী বছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে খুব শীঘ্রই পরীক্ষার সময়সূচি জানানো হবে।

আগামী ফেব্রুয়ারি মাসে একাধিক ছুটির দিন রয়েছে। তাই সবদিক বিবেচনা করেই দিনক্ষণ জানানো হবে বলে বলা হয়েছে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় ৭,৬৫,২৫২ জন উত্তীর্ণ হয়েছেন। সাতটি কম্পালসারি ও ৪৭ টি ঐচ্ছিক বিষয় ছিল এ বছরের মাধ্যমিকে। এ বছর পাশের হার ৮৬.৩১ শতাংশ। ২০২৩ সালের মাধ্যমিকে পাশের হার ছিল ৮৬.১৫ শতাংশ।

আরোও পড়ুন : ঝুলিতে রয়েছে এমএ, বিএড ডিগ্রি, ট্রেনে বিক্রি করেন শাড়ি-কুর্তি! বৃষ্টির লড়াইকে কুর্নিশ ৮ থেকে ৮০ সবার

এবছর খানিকটা মাধ্যমিকে পাশে হার বৃদ্ধি পেয়েছে। ৫৭ জন পরীক্ষার্থী এবার স্থান পেয়েছে প্রথম দশে। মেধা তালিকায় পুরুষের সংখ্যা ৪৫ জন ও মহিলার সংখ্যা ১২ জন। কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন এবছর মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু দ্বিতীয় স্থান অধিকার করেছেন মাধ্যমিকে। তার প্রাপ্ত নম্বর ৬৯২।

madhyamik exam

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈঋতরঞ্জন পাল যুগ্মভাবে তৃতীয় স্থান অর্জন করেছেন। এদের প্রাপ্ত নম্বর ৬৯১। এবছর মাধ্যমিকে পাশের হার সব থেকে বেশি কালিম্পং জেলায়। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। মাধ্যমিকে পাশের হারে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর