রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল! কোথায়, কিভাবে দেখবেন রেজাল্ট? রইল তথ্য

বাংলাহান্ট ডেস্ক : রাত পেরোলেই ৩ জুন মাধ্যমিকের ফলপ্রকাশ। শুক্রবার বেলা নটায় পর্ষদের ওয়েবসাইটে দশম শ্রেণীর ফল প্রকাশ হবে। সূত্রের খবর, প্রথম ১০ জনের মেধাতালিকা প্রকাশ করবে পর্ষদ। ফল ঘোষণার সঙ্গে সঙ্গে বোর্ডের ওয়েবসাইটে wbbse.wb.gov.in তা আপলোড করা হবে। ওয়েবসাইটে দেওয়া লিংকে ক্লিক করলে মার্কশিট ডাউনলোড করতে পারবেন, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষের আড়াই মাসের মধ্যেই বেরোচ্ছে রেজাল্ট।

জানা গিয়েছে, সকাল ১০টা থেকে www.wbbse.wb.gov.in এবং wbresults.nic.in এই দুটি ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। ফল ঘোষণা হলেই এউ দুই ওয়েবসাইটের হোম পেজে লিংক দেওয়া থাকবে। সেই লিংকে গিয়ে ক্লিক করে বয়স এবং রোল নম্বর দিলেই জানা যাবে রেজাল্ট। ফলাফল জানা যাবে এসএমএসএও। WB10 তারপর রোল নম্বর লিখে ৫৬৭৬৭৫০ নম্বরে পাঠাতে হবে। এছাড়াও, একাধিক ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। কী কী জেনে নিন-

www.wbbse.wb.gov.in
http://wbresults.nic.in
www.exametc.com
www.indiaresults.com
www.results.siksha
www.schools9.com
www.fastresult.in

indian students using mobile phones 1
Allahabad: Class 10 and 12 students celebrate after checking their results on their mobile phones soon after the results of UP Board exams were declared, in Allahabad on April 29, 2018. (Photo: IANS)

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ দুই বছর পর ২০২২ সালে অফলাইন পরীক্ষা হয়েছে। চলতি বছরের মার্চের সাত তারিখ শুরু হয়েছিল মাধ্যমিক। এই বছর পরীক্ষার্থীর সংখ্যাও খুব একটা কম নয়। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রায় ৫০ হাজার বেড়ে এবার রেকর্ড পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। এবং ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে দাবি করা হয়েছে, একুশ সালে পরীক্ষা না দিয়েও ১০০ শতাংশ পাশ করায় এবার পরীক্ষায় বসার বেশ লম্বা আবেদন পত্র জমা পড়ে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর